অপরাজিত ২৪৪! ভিভ রিচার্ডসের রেকর্ড ভেঙে মেলবোর্নে দাপট কুকের
লুই হ্যামন্ডের পর প্রথম ইংরেজ ক্রিকেটার হিসেবে দ্বিশতরান করলেন কুক। সেই সঙ্গে চন্দ্রপল ও ব্রায়ান লারাকে টপকে টেস্টে সর্বাধিক রানের তালিকায় ছয় নম্বরে চলে এলেন ইংল্যান্ড অধিনায়ক।
নিজস্ব প্রতিবেদন: মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিশতরান করে নয়া নজির গড়লেন ইংল্যান্ড অধিনায়ক অ্যালিস্টার কুক। টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মেলবোর্নে বিপক্ষ দলের ক্রিকেটার হিসেবে সর্বাধিক রানের নজির গড়লেন তিনি।
আরও পড়ুন- 'দলের প্রমাণ করার কিছু নেই', দক্ষিণ আফ্রিকা সফরের আগে বিরাট কণ্ঠে সমীহের সুর
টেস্টের তৃতীয় দিনের শেষে দুশো চুয়াল্লিশ রানে নটআউট আছেন কুক। ভেঙে দিলেন ভিভ রিচার্ডসের রেকর্ড। ভিভের করা দুশো আট রানই ছিল এতদিন মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে করা সর্বোচ্চ রান। লুই হ্যামন্ডের পর প্রথম ইংরেজ ক্রিকেটার হিসেবে দ্বিশতরান করলেন কুক। সেই সঙ্গে চন্দ্রপল ও ব্রায়ান লারাকে টপকে টেস্টে সর্বাধিক রানের তালিকায় ছয় নম্বরে চলে এলেন ইংল্যান্ড অধিনায়ক।
আরও পড়ুন- বিয়ের ঘোর কাটিয়ে আফ্রিকা অভিযানে প্রস্তুত বিরাট
A sensational 244* from Alastair Cook guides England to 491/9 at Stumps on Day 3, a lead of 164.
— ICC (@ICC) December 28, 2017