Hasin Jahan VS Mohammed Shami: হাসিনকে ১ লক্ষ ৩০ হাজার টাকার খোরপোশ দিতে হবে, শামিকে নির্দেশ দিল আদালত
গার্হস্থ্য হিংসার অভিযোগে ২০১৮ সালে ভারতীয় দলের জোরে বোলার শামির বিরুদ্ধে নিম্ন আদালতে মামলা রুজু করেছিলেন তাঁর স্ত্রী হাসিন।
![Hasin Jahan VS Mohammed Shami: হাসিনকে ১ লক্ষ ৩০ হাজার টাকার খোরপোশ দিতে হবে, শামিকে নির্দেশ দিল আদালত Hasin Jahan VS Mohammed Shami: হাসিনকে ১ লক্ষ ৩০ হাজার টাকার খোরপোশ দিতে হবে, শামিকে নির্দেশ দিল আদালত](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/01/23/404977-14.png)
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: জয়ী হাসিন জাহান (Hasin Jahan) । প্রাক্তন স্ত্রী হাসিনকে মাসে ১ লক্ষ ৩০ হাজার টাকা অন্তর্বর্তী খোরপোশ হিসেবে দিতে হবে মহম্মদ শামিকে (Mohammed Shami)। সোমবার এমনই নির্দেশ দিল আলিপুর আদালত (Alipore Court)।
টিম ইন্ডিয়ার (Team India) জোরে বোলার শামির কাছ থেকে খোরপোশ বাবদ ৭ লক্ষ টাকা দাবি করেছিলেন হাসিন। সেটা ছিল ২০১৮ সাল। তবে সেই সময় তিনি শামির কাছ থেকে আরও ৩ লক্ষ টাকা দাবি করেছিলেন। মেয়ে আইরা-র পড়াশোনার জন্য। কিন্তু সেই সময় আদালতে সেই আবেদন খারিজ হয়ে যায়। জানিয়ে দেওয়া হয়, হাসিন নিজে মডেলিং করে আয় করেন। তাই শামিকে কোনও খোরপোশ দিতে হবে না। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে লড়াই চালিয়ে যান হাসিন। আর সোমবার আলিপুর আদালত নির্দেশ দিল, হাসিনকে অন্তর্বর্তী খোরপোশ বাবদ মাসিক ৫০ হাজার এবং তাঁর মেয়ের জন্য প্রতি মাসে ৮০ হাজার টাকা দিতে হবে শামিকে। অর্থাৎ শামির কাছ থেকে প্রতি মাসে মোট ১ লক্ষ ৩০ হাজার টাকা পাবেন হাসিন।
গার্হস্থ্য হিংসার অভিযোগে (Domestic Violence) ২০১৮ সালে ভারতীয় দলের জোরে বোলার শামির বিরুদ্ধে নিম্ন আদালতে মামলা রুজু করেছিলেন তাঁর স্ত্রী হাসিন। যদিও সেই সময় হাসিনের অভিযোগ অস্বীকার করেছিলেন শামি। চলতি মাসের ১৮ তারিখে এই মামলার শুনানি শেষ হয়। সোমবার মামলার রায়দানের সময় বিচারক অনিন্দিতা গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, প্রতি মাসের ১০ তারিখের মধ্যে স্ত্রীকে ৫০ হাজার টাকার আর্থিক সাহায্য দিতে হবে শামিকে।
হাসিনের আইনজীবী আদালতকে জানান, এক বছরে শামির আয় অন্তত ৭ কোটি ১৯ লক্ষ টাকা। মডেল হিসেবে হাসিনের আয় প্রায় ১০ লক্ষ টাকা হলেও জীবনযাপনের মান ধরে রাখতে ও মেয়ের পিছনে খরচের জন্য শামির মোটা অঙ্কের খোরপোশ দেওয়া উচিত। সেই মামলাতেই এদিন আদালত প্রতি মাসে ১ লক্ষ ৩০ হাজার টাকা করে দেওয়ার নির্দেশ দিল। আদালতের এহেন সিদ্ধান্ত সাময়িক স্বস্তি পেলেও পুরোপুরি সন্তুষ্ট নন হাসিন।
তিনি জানান, শামি বছরে কোটি কোটি টাকা আয় করেন। সেখানে তাঁর আয় অনেকটাই কম। তাছাড়া মেয়েকে নিয়ে জীবনযাপনের মান বজায় রাখতে আরও অর্থের প্রয়োজন। আপাতত তাঁর পক্ষে যে ইতিবাচক রায় শুনিয়েছে আদালত, তাতে তিনি খুশি। কিন্তু অর্থের অঙ্ক আরও বেশি হওয়া উচিত বলেই মনে করছেন তিনি। তাই এই মামলায় উচ্চ আদালতের দ্বারস্থ হবেন তিনি।
যদিও এই ইস্যুতে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি শামি। তিনি আগেই জানিয়েছিলেন যে, মেয়ের খরচের টাকা দিতে তাঁর কোনও সমস্যা নেই। এখন কবে তিনি এই বিষয়ে মুখ খোলেন এবং খোরপোশ দিতে শুরু করেন সেটাই দেখার।