সিন্ধু আর সাক্ষীর জন্য যা যা হচ্ছে শুনেছেন?
রিওতে দুজনেই ইতিহাস গড়েছেন। অলিম্পিকে ভারতের প্রথম ব্যাডমিন্টন খেলোয়াড় হিসেবে রুপো জিতে নজির গড়েছেন পি ভি সিন্ধু। ভারতের প্রথম মহিলা কুস্তিগীর হিসেবে ব্রোঞ্জ জিতেছেন সাক্ষী মালিক। আর তার প্রভাব পড়ল ভারতের বিজনেস মার্কেটেও। ক্যাব হায়ারিং কোম্পানি উবের তাদের অ্যাপসে প্রথা ভেঙে গাড়ির জায়গায় শাটল ককের ছবি লাগিয়ে দিল।
ওয়েব ডেস্ক: রিওতে দুজনেই ইতিহাস গড়েছেন। অলিম্পিকে ভারতের প্রথম ব্যাডমিন্টন খেলোয়াড় হিসেবে রুপো জিতে নজির গড়েছেন পি ভি সিন্ধু। ভারতের প্রথম মহিলা কুস্তিগীর হিসেবে ব্রোঞ্জ জিতেছেন সাক্ষী মালিক। আর তার প্রভাব পড়ল ভারতের বিজনেস মার্কেটেও। ক্যাব হায়ারিং কোম্পানি উবের তাদের অ্যাপসে প্রথা ভেঙে গাড়ির জায়গায় শাটল ককের ছবি লাগিয়ে দিল।
আরও পড়ুন অলিম্পিকের জন্যই আজ চোখের কোণে জল চিকচিক
সিন্ধুকে সম্মান জানাতেই এই উদ্যোগ। একইভাবে ভারতের দুই সফল মেয়ে সিন্ধু ও সাক্ষী মালিককে সম্মান জানালো একটি পিজা কোম্পানি।যাদের নাম এই দুই মহিলা খেলোয়াড়ের নামে তাদেরকে বিনা পয়সায় পিজা খাওয়ানোর সিদ্ধান্ত নিয়েছে এই কোম্পানি।
আরও পড়ুন রিও অলিম্পিকে সোনা জয়ের ক্ষেত্রে জড়িয়ে থাকল বাঙালির নাম!