Angelo Mathews | Time-Out: 'ভিডিয়োতে প্রমাণ আছে'! ফুঁসছেন দ্বীপরাষ্ট্রের তারকা, ধুয়ে দিলেন সাকিবকে
Angelo Mathews lashes out at after controversial Time-Out dismissal: টাইম-আউটের সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না অ্যাঞ্জেলো ম্য়াথিউজ। ধুয়ে দিলেন সাকিব ও চতুর্থ আম্পায়ারকে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে (Arun Jaitley Stadium, Delhi) মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-শ্রীলঙ্কা (BAN vs SL, World Cup 2023)। ৫৩ বল হাতে রেখে বাংলাদেশ তিন উইকেটে ম্য়াচ জিতেছে। তবে এই ম্য়াচের ফলাফল বা স্কোরবোর্ড নিয়ে আর কেউই আলোচনা করেনি। কাপযুদ্ধের ৩৮ নম্বর ম্য়াচে এমন এক ঘটনা ঘটেছিল, যা নিয়ে এখনও আলোচনা অব্যাহত। দেশের রাজধানীতে লেখা হয়েছিল ক্রিকেট ইতিহাস! এই প্রথম আন্তর্জাতিক ক্রিকেটে টাইম-আউট হয়ে (Time-Out Dismissal) সাজঘরে ফিরেছিলেন কোনও ব্য়াটার! অনাকাঙ্খিত রেকর্ডে নিজের নাম লিখিয়েছেন শ্রীলঙ্কার ক্রিকেটার অ্যাঞ্জেলো ম্য়াথিউজ (Angelo Mathews)। ভুল আউটের শিকার হয়ে ম্য়াথিউজ আর চুপ থাকেননি। সাংবাদিক বৈঠকে বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানকে (Shakib Al Hasan) ধুয়ে দিয়েছেন। ম্য়াথিউজ সাফ বলে দিয়েছেন যে, ভুল করেছেন ম্যাচের চতুর্থ আম্পায়ার আদ্রিয়ান হোল্ডস্টোকও (Adrian Holdstock)।
আরও পড়ুন: Virat Kohli | IND vs SA: বিশ্বকাপে সবচেয়ে বেশি রান লিটল মাস্টারের, এখন কত নম্বরে এলেন কিং কোহলি?
ম্য়াচে টস জিতে বাংলাদেশ ব্য়াট করতে পাঠিয়েছিল শ্রীলঙ্কাকে। ছয়ে নেমেছিলেন অ্যাঞ্জেলো। ২৪.২ ওভারের খেলা চলছিল তখন। শ্রীলঙ্কার স্কোরবোর্ডে তখন রান ছিল ১৩৫। চলে গিয়েছিল পাঁচ উইকেট। অ্যাঞ্জেলো ব্য়াট করতে নেমে দেখেছিলেন যে, তাঁর হেলমেটের স্ট্র্যাপ ভেঙে গিয়েছে। বিকল্প হেলমেটের অপেক্ষা করছিলেন তিনি। বাংলাদেশের অধিনায়ক দেরি দেখে আম্পায়ারের কাছে টাইম-আউটের আবেদন করেন। আম্পায়ারেরও আউট দেওয়া ছাড়া আর কোনও রাস্তাই খোলা ছিল না। অ্য়াঞ্জেলো তাঁর সমস্য়ার কথা সাকিবকে বোঝান। কিন্তু সাকিব তাঁর আবেদন প্রত্যাহার করেননি। ফলে বাধ্য হয়েই অ্যাঞ্জেলোকে মাঠে নেমেই ফিরে যেতে হয় সাজঘরে।
My thoughts on the Mathews-Shakib issue.
November 7, 2023
ম্য়াচের পর অ্যাঞ্জেলো বলেন, 'দেখুন আমি কোনও ভুল করিনি। নিজেকে তৈরি করে ক্রিজে যাওয়ার জন্য় আমার কাছে দু'মিনিট ছিল। তারপরেই সরঞ্জামে ত্রুটি দেখা যায়। আমি জানি না কমন সেন্স কোথায় হারিয়ে গেল! সাকিব এবং বাংলাদেশের পক্ষ থেকে এই আচরণ অত্যন্ত অপমানজনক। যদি তারা এভাবে ক্রিকেট খেলতে চায়, তাহলে কিছু বলার নেই। ওরা যে স্তরে নীচে নেমেছে, তা বুঝিয়ে দিচ্ছে নিশ্চয়ই সেখানে মারাত্মক কিছু ভুল রয়েছে। আমি দুই মিনিট ৪৫ বা ৫০ সেকেন্ডের মধ্যেই ক্রিজে চলে গিয়েছিলাম। আমার কাছে আরও পাঁচ সেকেন্ড ছিল। আম্পায়াররা আমাদের কোচেদের বলেন যে, তাঁরা নাকি আমার ভাঙা হেলমেটই দেখতে পাননি। আমি তো হেলমেট বদলের জন্য তখন বলছিলাম। আমরা বাংলাদেশ দলের প্রতি অসীম শ্রদ্ধাশীল। অবশ্যই তারা জেতার জন্য় খেলবে। তবে আমার আউটটি নিয়মের মধ্যে থাকলে মেনে নিতাম। আমি আবারও বলছি যে, দু'মিনিটের মধ্যেই ক্রিজে গিয়েছিলাম। আমাদের কাছে ভিডিয়ো প্রমাণ রয়েছে। এই বিষয়ে আমরা পরে বিবৃতি দেব। ফুটেজ থেকে শুরু করে সবকিছু দেখা হয়েছে। আমি এখানে এলাম আর বলতে শুরু করে দিলাম, এমনটা নয়। হাতে প্রমাণ নিয়েই কথা বলছি। আমাদের ভিডিয়ো প্রমাণেই দেখা যাচ্ছে যে, কখন ক্য়াচ নেওয়া হয়েছে আর কখন আমি ক্রিজে গিয়েছি। হেলমেট ভাঙার পরেও আমার হাতে পাঁচ সেকেন্ড ছিল। আমরা প্লেয়ারদের নিরাপত্তা নিয়ে কথা বলি। আপনারাই বলুন গার্ড ছাড়া হেলমেট নিয়ে কী খেলা ঠিক হত! এটা তো কমন সেন্স।' অ্যাঞ্জেলো সোশ্যাল মিডিয়াতেও এই ইস্যুতে সরব হয়েছেন।
এবার দেখে নেওয়া যাক টাইম-আউট নিয়ে এমসিসি-র রুলবুকে কী লেখা আছে: 'উইকেটের পড়ার পর বা একজন ব্যাটার অবসৃত হওয়ার পরে, পরবর্তী ব্যাটারকে, পরের ডেলিভারি ফেস করতে হবে তিন মিনিটের মধ্য়ে। বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে তিনি যদি সেই কাজ করতে সমর্থ না হন, তাহলে তাঁকে আউট বলে বিবেচনা করা হবে।' যদিও বিশ্বকাপের প্লেয়িং কন্ডিশনের কথা মাথায় রেখে সেই নিয়মে কিছু বদল আনা হয়েছে। তিন মিনিটের বদলে টাইম-আউটের সময় দুই মিনিট বেঁধে দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত ছ'বার কোনও ব্য়াটার টাইম-আউট হয়েছেন। প্রথম শ্রেণির ক্রিকেটই দেখেছে এই ঘটনা।
আরও পড়ুন: Virat Kohli | IND vs SA: 'কোহলি স্বার্থপর'! প্রাক্তন তারকার বার্তা ঝড় তুলে দিল নেটপাড়ায়
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)