আগামী বিশ্বকাপ পর্যন্ত অ্যাঞ্জেলো ম্যাথুজকেই নেতা রাখবে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড

দক্ষিণ আফ্রিকায় গিয়ে তাঁর নেতৃত্বে ০-৩ ব্যবধানে টেস্ট সিরিজ হেরেছে শ্রীলঙ্কা। তাই, তারপর থেকেই বেশ খানিকটা সমালোচনার মুখে পড়তে হচ্ছিল, শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজকে। তাঁকে অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়ার দাবিও জানাচ্ছিলেন কেউ কেউ। কিন্তু শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের কর্তারা এবং নির্বাচকরা আস্থা রাখলেন অ্যাঞ্জেলো ম্যাথুজের উপরেই। আগামী ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত অধিনায়কের দায়িত্বে থাকবেন ম্যাথুজই। জানিয়ে দিলে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড।

Updated By: Jan 20, 2017, 12:30 PM IST
 আগামী বিশ্বকাপ পর্যন্ত অ্যাঞ্জেলো ম্যাথুজকেই নেতা রাখবে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড

ওয়েব ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় গিয়ে তাঁর নেতৃত্বে ০-৩ ব্যবধানে টেস্ট সিরিজ হেরেছে শ্রীলঙ্কা। তাই, তারপর থেকেই বেশ খানিকটা সমালোচনার মুখে পড়তে হচ্ছিল, শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজকে। তাঁকে অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়ার দাবিও জানাচ্ছিলেন কেউ কেউ। কিন্তু শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের কর্তারা এবং নির্বাচকরা আস্থা রাখলেন অ্যাঞ্জেলো ম্যাথুজের উপরেই। আগামী ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত অধিনায়কের দায়িত্বে থাকবেন ম্যাথুজই। জানিয়ে দিলে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড।

আরও পড়ুন সাউদি আর বোল্টের সামনেই গুটিয়ে গেল বাংলাদেশের ইনিংস

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সভাপতি থিলাঙ্গা সুমাথিপালা বলেছেন, 'ম্যাথুজ ভরসা রাখার মতো নেতা। শীঘ্রই শুরু হচ্ছে দক্ষিণ আফ্রিকার সঙ্গে সীমিত ওভারের ক্রিকেট সিরিজ। তাতে ওর নেতৃত্বে দল ভালোই খেলবে।' আর নির্বাচক প্রধান এবং প্রাক্তন ক্রিকেটার সনথ জয়সূর্য বলেছেন, 'দক্ষিণ আফ্রিকার সবুজ পিচে শ্রীলঙ্কার হেরে যাওয়াটায় মারাত্মক অবাক হওয়ার কিছু নেই। এই দলটায় রয়েছে একঝাঁক তরুণ ক্রিকেটার। ওদের খানিকটা সময় দিলেই ভালো ফল করবে। তখন নেতা অ্যাঞ্জেলো ম্যাথুজকে অনেক বেশি সফল দেখাবে।'

আরও পড়ুন  ইডেনে ভারত-ইংল্যান্ড একদিনের ম্যাচের প্রধান আকর্ষণ ধোনির সংবর্ধনা

.