মেসির দেশের ফুটবল মাঠে ভূত, টিভিতে ধরা পড়ল ভিডিও
ফুটবল মাঠে ভূত! না না, রূপকথা নয় একেবারে বাস্তবে মারাদোনা,মেসির দেশের ফুটবল মাঠে।
Updated By: Nov 27, 2014, 11:39 PM IST
![মেসির দেশের ফুটবল মাঠে ভূত, টিভিতে ধরা পড়ল ভিডিও মেসির দেশের ফুটবল মাঠে ভূত, টিভিতে ধরা পড়ল ভিডিও](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2014/11/27/31759-ghost630.jpg)
ওয়েব ডেস্ক: ফুটবল মাঠে ভূত! না না, রূপকথা নয় একেবারে বাস্তবে মারাদোনা,মেসির দেশের ফুটবল মাঠে।
আর্জেন্টিনার প্রিমিয়ার লিগের ম্যাচ চলাকালীন অদ্ভুত এক দৃশ্য ধরা পড়েছে টেলিভিশনের ক্যামেরায়। ম্যাচ চলছিল রেসিং আর রিভারপ্লেটের মধ্যে। হঠাত করেই টেলিভিশনের ক্যামেরায় ধরা পড়ে যে গ্যালারির সামনে দিয়ে দৌড়ে যাচ্ছেন এক ছায়া মানব। পরবর্তী সময়ে লাইন্সম্যানের পাশেও একইভাবে দৌড়তে দেখা গেছে তাঁকে। টেলিভিশন ক্যামেরায় ধরা পড়া ছায়া মানব আদতে কি তাঁর সদুত্তর অবশ্য পাওয়া যায়নি। ইতিমধ্যেই এই ফুটেজ ঘিরে আলোড়ন পড়ে গেছে ফুটবল বিশ্বে।
Tags: