ইস্টবেঙ্গলকে মিস করব: অর্ণব মন্ডল
জাতীয় দলের ফেরার জন্যই তিনি আইএসএলকে বেছে নিয়েছেন বলে স্পষ্ট জানাচ্ছেন লাল-হলুদের এবছরের অধিনায়ক।
নিজস্ব প্রতিবেদন: ইস্টবেঙ্গলের সঙ্গে সাত বছরের সম্পর্ক শেষ করে এটিকেতে যোগ দিয়েছেন অর্ণব মন্ডল। মঙ্গলবার শেষবারের জন্য ক্লাবে এসেছিলেন বাঙালি এই ডিফেন্ডার। লাল-হলুদ তাঁবুর বাইরে দাঁড়িয়ে অর্ণব বলেন ইস্টবেঙ্গলকে মিস করবেন তিনি। জাতীয় দলের ফেরার জন্যই তিনি আইএসএলকে বেছে নিয়েছেন বলে স্পষ্ট জানাচ্ছেন লাল-হলুদের এবছরের অধিনায়ক।
আরও পড়ুন- ফ্লেমিংয়ের জন্মদিনে সচিনকে 'অসম্মান' করে ভিডিও পোস্ট অস্ট্রেলিয়ার!
অর্ণবের মতই ইস্টবেঙ্গল ছেড়ে আইএসএলে যোগ দিয়েছেন বাঙালি মিডফিল্ডার রফিকও। চার বছর পর লাল-হলুদ ছেড়ে মুম্বই সিটি এফ সি-তে যোগ দিয়েছেন তিনি।
আরও পড়ুন- মিনার্ভার কাশিম নতুন মরসুমে ইস্টবেঙ্গলে
অন্যদিকে,অধিনায়ক সমস্যায় ইস্টবেঙ্গল।পয়লা বৈশাখের দিন কেভিন লোবোকে আগামী মরসুমের অধিনায়ক হিসাবে ঘোষণা করে দিয়েছিলেন লাল-হলুদ কর্তারা। কিন্তু লোবোর কাছে এটিকের মোটা অফার। সেটাই মাথা ঘুরিয়ে দিয়েছে গোয়ান মিডফিল্ডারের। আইএসএলের পথে এক পা বাড়িয়েই রেখেছেন লোবো। তাঁকে ফের একবার ভেবে দেখবার পরামর্শ দিচ্ছেন লাল-হলুদ কর্তারা।
আরও পড়ুন- ইন্দো-পাক সিরিজ নিয়ে বিসিসিআই-র কোর্টে বল ঠেলে দিলেন নাজম শেঠি
লোবোকে নিয়ে অনিশ্চয়তা থাকলেও গোলকিপার উবেদকে রেখে দিতে সমর্থ হল ইস্টবেঙ্গল। মঙ্গলবার তাঁর সঙ্গে ২ বছরের চুক্তি করল ক্লাব। উবেদের কাছে অফার ছিল কেরালা ব্লাস্টার্সের।