Arshdeep Singh | IND vs PAK: তাঁকে শুনতে হয়েছিল 'খালিস্তানি'! মেলবোর্নে আগুন জ্বালিয়ে কী বললেন অর্শদীপ

অর্শদীপ যে পাকিস্তানের বিরুদ্ধে চূড়ান্ত ট্রোলড হয়েছিলেন, সেই পাকিস্তানের বিরুদ্ধেই করলেন আগুনে পারফরম্যান্স। তিন উইকেট নিয়ে চিনিয়ে দিলেন জাত।

Updated By: Oct 23, 2022, 04:24 PM IST
Arshdeep Singh | IND vs PAK: তাঁকে শুনতে হয়েছিল 'খালিস্তানি'! মেলবোর্নে আগুন জ্বালিয়ে কী বললেন অর্শদীপ
উইকেট নেওয়ার পর অর্শদীপকে ঘিরে সতীর্থরা। ছবি-আইসিসি

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: খুব বেশিদিন আগের কথা নয়, গত সেপ্টেম্বরের কথা। এশিয়া কাপে (Asia Cup 2022) সুপার ফোরের ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান ( IND vs PAK)। দুবাইয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে অত্যন্ত সাধারণ ক্যাচ হাতছাড়া করেছিলেন অর্শদীপ। যা ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিল। আর এই ক্যাচ ধরতে না পারার জন্য সোশ্যাল মিডিয়ায় প্রবল গঞ্জনার শিকার হয়েছিলেন ভারতের তরুণ পেসার। ম্যাচের পরে নেটিজেনদের একাংশের প্রবল ট্রোলের শিকার হয়েছিলেন তিনি। তাঁর সঙ্গে খালিস্তানিদের যোগ রয়েছে বলেও কটাক্ষ করা হয়েছিল। কিছু 'অনুরাগী' তার ইনস্টাগ্রাম হ্যান্ডেল সহ সোশ্যাল মিডিয়ায় তাকে কটুক্তি করেছিলেন। তরুণ বোলারের বিরুদ্ধে খালিস্তানি যোগের অভিযোগ তুলে নিজেদের হতাশার বহিঃপ্রকাশ ঘটান তাঁরা। সেই অর্শদীপই রবিবার অর্থাৎ আজ মেলবোর্নে পাকিস্তানের বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপের (T20 World Cup 2022) ম্যাচে আগুন জ্বাললেন। চার ওভার বল করে ৩২ রান দিয়ে তুলে নেন তিন উইকেট। তাঁর দুরন্ত বোলিংয়ের জন্যই ভারত ১৫৯ রানে পাকিস্তানকে বেঁধে রাখতে পারে। 

আরও পড়ুন: IND vs PAK LIVE, ICC T20 World Cup 2022, Live Update: পাক পেসারদের দাপটে চার উইকেট হারিয়ে ব্যাকফুটে তারকাখচিত টিম ইন্ডিয়া
রও পড়ুন
Watch | Rohit Sharma | IND vs PAK: জাতীয় সংগীতের সময় রোহিতের চোখে জল! আবেগে ভাসছে নেটপাড়া

ইনিংস ব্রেকে অর্শদীপ কথা বলেছিলেন সম্প্রচারকারী চ্যানেলে। তিনি দুরন্ত পারফরম্যান্স নিয়ে জানান, 'আমি মুহূর্ত উপভোগ করতে চেয়েছিলাম। জানি এই মুহূর্ত আর ফিরে আসবে না। মেলবোর্নের সোজা বাউন্ডারি অনেক বড়। আমরা সেই অ্যাডভান্টেজ কাজে লাগানোর চেষ্টা করি। উইকেটে এবং প্যাডে হিট করার লক্ষ্য নিয়ে বল করেছি। আশা করি এই রান আমরা তাড়া করতে পারব।'এশিয়া কাপের ওই ম্যাচে পাকিস্তানের জেতার জন্য ১৫ বলে ৩১ রান বাকি ছিল। ১৮ নম্বর ওভারে রবি বিষ্ণোইয়ের বলে দ্রুত রানের চেষ্টা করেন পাকিস্তানের আসিফ আলি। ঠিক সেই সময় একটি বল বেশি উচুতে উঠে যায় এবং খুব ক্যাচ মিস করেন অর্শদীপ। দেখতে গেলে খেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ মোড় ছিল এই ক্যাচ মিস। অর্শদীপ সেদিন ৩.৫ ওভারে ২৭ রান দিয়ে ১ উইকেট নিয়েছিলেন। পাকিস্তান পাঁচ উইকেটে ম্যাচ বার করে নেন। তরুণ অর্শদীপকে সোশ্যাল মিডিয়ায় ট্রোলের মুখে পরতেও হলেও তাঁকে স্বস্তি দিয়েছিল তাঁর টিম। ক্যাচ ফস্কালেও তাঁর পাশে দাঁড়িয়েছে টিম ইন্ডিয়া। ভবিষ্যতে যাতে এরকম চাপের ম্যাচে যাতে অর্শদীপ ভাল পারফর্ম করতে পারেন সেই দিকেই নজর দেবে টিম।

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)    

.