Cameron Green, IPL Mini Auction 2023: পাঁচ উইকেট নিয়ে ওয়ার্নকে ছুঁলেন আইপিএল নিলামে ১৭.৫ কোটি পাওয়া ক্যামেরুন গ্রিন

গ্রিনের ৫ উইকেট ছাড়া প্রথম ইনিংসে ৩৯ রানে ২টি উইকেট নেন মিচেল স্টার্ক। ৩৪ রানে ১টি উইকেট নিয়েছেন স্কট বোল্যান্ড। ৫৩ রান খরচ করে ১টি উইকেট পকেটে পোরেন ন্যাথন লিয়ঁ। তবে অধিনায়ক প্যাট কামিন্স ১৪ ওভারে ৩০ রান দিয়ে কোনও উইকেট পাননি।

Updated By: Dec 26, 2022, 04:02 PM IST
Cameron Green, IPL Mini Auction 2023: পাঁচ উইকেট নিয়ে ওয়ার্নকে ছুঁলেন আইপিএল নিলামে ১৭.৫ কোটি পাওয়া ক্যামেরুন গ্রিন
পাঁচ উইকেট নিয়ে ইতিহাস গড়ার পর বল দেখাচ্ছেন ক্যামেরুন গ্রিন। ছবি: টুইটার

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে চলতি বক্সিং ডে টেস্টে (Boxing Day Test )'এক ঢিলে দুই পাখি' মেরে নজর কাড়লেন ক্যামেরুন গ্রিন (Cameron Green)। কয়েকদিন আগেই আইপিএল-এর মিনি নিলামে (IPL Mini Auction 2023) অস্ট্রেলিয়ার (Australia) এই অলরাউন্ডারকে ১৭.৫ কোটি টাকা দিয়ে কিনেছিল মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। এহেন ক্যামেরুন গ্রিন ২৭ রানে ৫ উইকেট নিয়ে শুধু বিপক্ষের কোমর ভাঙলেন না, একইসঙ্গে শেন ওয়ার্নকে (Shane Warne) ছুঁলেন তিনি। এর আগে একমাত্র ওয়ার্ন বক্সিং ডে টেস্টে পাঁচ উইকেট নিয়েছিলেন। 

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে সিরিজের দ্বিতীয় টেস্টে টসে জিতে দক্ষিণ আফ্রিকাকে শুরুতে ব্যাট করতে পাঠায় অস্ট্রেলিয়া। গ্রিনের আগুনে পেস বোলিংয়ের দাপটে মাত্র ৬৭ রানে ৫ হারায় প্রোটিয়াসরা। এরপর মার্কো জানসেনকে সঙ্গে নিয়ে কাইল ভেরেইন দলের বিপর্যয় রোধ করেন। জানসেন ও ভেরেইন, দু'জনকে ফিরিয়েই ফের দক্ষিণ আফ্রিকার ইনিংসে শেষ পেরেক পুঁতে দেন গ্রিন। শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকা তাদের প্রথম ইনিংসে ১৮৯ রানে অল আউট হয়ে যায়।  

আরও পড়ুন: Sunil Gavaskar: ৯৫ বছরে থামল ইনিংস, চিরঘুমে সুনীল গাভাসকরের মা

আরও পড়ুন: Shane Warne, AUS vs SA: প্রয়াত ওয়ার্নিকে সম্মান জানিয়ে কোন অভিনব উদ্যোগ নিল ক্রিকেট অস্ট্রেলিয়া?

গ্রিনের ৫ উইকেট ছাড়া প্রথম ইনিংসে ৩৯ রানে ২টি উইকেট নেন মিচেল স্টার্ক। ৩৪ রানে ১টি উইকেট নিয়েছেন স্কট বোল্যান্ড। ৫৩ রান খরচ করে ১টি উইকেট পকেটে পোরেন ন্যাথন লিয়ঁ। তবে অধিনায়ক প্যাট কামিন্স ১৪ ওভারে ৩০ রান দিয়ে কোনও উইকেট পাননি।

পালটা ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়াও শুরুতেই উসমান খোওয়াজার (১) উইকেট হারিয়ে বসে। তবে অজিরা প্রথম দিনের খেলা শেষ করে ১ উইকেটে ৪৫ রান তুলে। ডেভিড ওয়ার্নার ৩২ ও মার্নাস ল্যাবুশান ৫ রানে অপরাজিত রয়েছেন। আপাতত অস্ট্রেলিয়া পিছিয়ে ১৪৪ রানে রয়েছে। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.