Australia | Cricket World Cup 2023: অতিমানবীয় বললেও কম! ম্যাক্সওয়েলের অবিশ্বাস্য ইনিংসে অজিরা সেমিতে
বিশ্বকাপের আসরে রান তাড়া করতে নেমে সর্বোচ্চ রানের ইনিংস খেললেন অস্ট্রেলিয়ার ব্যাটার।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এমনটাও সম্ভব! বিশ্বকাপের আসরে 'অতিমানব' হয়ে উঠলেন গ্লেন ম্যাক্সওয়েল। আফগানদের মুখে গ্রাস কার্যত ছিনিয়ে নিলেন একাই। সেমিফাইনালে পৌঁছে গেল অস্ট্রেলিয়া।
লক্ষ্য, ২৯২ রান। আর আফগানিস্থানের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার স্কোর ৭ উইকেটে ৯১। বিশ্বকাপে আরও একটি অঘটনের অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। আফগান শিবিরেও কি উৎসব শুরু হয়ে গিয়েছিল? সে প্রশ্নের উত্তর মিলবে না। তবে মাঠে গ্নেন ম্যাক্সওয়েল কাণ্ড ঘটালেন, তা চাক্ষুষ করল গোটা বিশ্ব। নবম উইকেটে ব্যাট করতে নেমেছিলেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। তাঁকে সঙ্গে নিয়ে জিতিয়ে দিলেন অজিদের। ডাবল সেঞ্চুরি করলেন মাত্র ১২৮ বলে! বিশ্বকাপের আসরে রান তাড়া করতে নেমে এটাই ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস।
Glenn Maxwell produced one of the most outrageous knocks in ODI history CWC23 | AUSvAFG pic.twitter.com/rIN8QxDTlm
— ICC Cricket World Cup (@cricketworldcup) November 7, 2023
এদিন মুম্বইয়ে ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন আফগান অধিনায়ক শাহিদি। এরপর রহমত , অধিনায়ক শাহিদি এবং আজমতুল্লাহর সঙ্গে জুটি বেঁধে আফগানদের ২০০ রানের গণ্ডি পার করিয়ে দেন জাদরান। সেঞ্চুরি করেন তিনি। ১৮ বলে করেন ৩৫ রানের দুদান্ত ইনিংস খেলেন রশিদ।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)