মাথায় বল লাগার পর বেইলির যা মনে হয়েছিল, তা শুনলে অবাক হতে হবে

ফিলের দুর্ঘটনা, কিছুতেই পিছু ছাড়ছে না ক্রিকেটের। ২২ গজে বলের আঘাত! এবার আইপিএলেও একই ছবি। নাথান কাটলারের বাউন্সার, ব্যাটে টপ এজ লেগে জর্জ বেইলির হেলমেটে। গতি এতটাই ছিল যে মাথা থেকে হেলমেট খুলে পড়ে যায় বেইলির। সঙ্গে সঙ্গে ছুটে আসেন দিল্লির অধিনায়ক জেপি ডুমিনি, বোলার নাথান কাটলার। 'ঠিক আছো'? কিছুটা চিন্তিত মুখ, তবে মৃদু হাসিতে বেইলি জানান, 'আই এম ফাইন'। কিছুক্ষণের উৎকণ্ঠা কাটিয়ে ফের শুরু হয় খেলা। 

Updated By: May 18, 2016, 06:21 PM IST
মাথায় বল লাগার পর বেইলির যা মনে হয়েছিল, তা শুনলে অবাক হতে হবে

ওয়েব ডেস্ক: ফিলের দুর্ঘটনা, কিছুতেই পিছু ছাড়ছে না ক্রিকেটের। ২২ গজে বলের আঘাত! এবার আইপিএলেও একই ছবি। নাথান কাটলারের বাউন্সার, ব্যাটে টপ এজ লেগে জর্জ বেইলির হেলমেটে। গতি এতটাই ছিল যে মাথা থেকে হেলমেট খুলে পড়ে যায় বেইলির। সঙ্গে সঙ্গে ছুটে আসেন দিল্লির অধিনায়ক জেপি ডুমিনি, বোলার নাথান কাটলার। 'ঠিক আছো'? কিছুটা চিন্তিত মুখ, তবে মৃদু হাসিতে বেইলি জানান, 'আই এম ফাইন'। কিছুক্ষণের উৎকণ্ঠা কাটিয়ে ফের শুরু হয় খেলা। 

সত্যিই কি 'ফাইন' ছিলেন বেইলি? উৎকণ্ঠায় বেইলির হৃদ স্পন্দন তখন কেমন ছিল? কী ভাবছিলেন? "মনে হচ্ছিল মাথার ওপর দিয়ে একটা ট্রাক চলে গেল", মাথায় বল লাগার সময় এটাই মনে হয়েছিল বেইলির। 

.