BAN vs IND, ICC World Test Championship: ৪৮ মিনিটে শেষ বাংলাদেশ, ১৮৮ রানে জিতে টেস্ট চ্যাম্পিয়নশিপের দুইয়ে উঠে এল টিম ইন্ডিয়া

এই টেস্ট জেতা যে সম্ভব নয়, সেটা বেশ ভালোভাবেই জানতেন সাকিব আল হাসান। তাই সকাল থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলা শুরু করেন টাইগার্সদের অধিনায়ক। 

Updated By: Dec 18, 2022, 01:49 PM IST
BAN vs IND, ICC World Test Championship: ৪৮ মিনিটে শেষ বাংলাদেশ, ১৮৮ রানে জিতে টেস্ট চ্যাম্পিয়নশিপের দুইয়ে উঠে এল টিম ইন্ডিয়া
অনায়াসে বাংলাদেশকে হারিয়ে দিল টিম ইন্ডিয়া। ছবি: বিসিসিআই

ভারত: ৪০৪/১০, ২৫৮/২ ডিক্লেয়ার (গিল-১১০, পূজারা-১০২*)
বাংলাদেশ: ১৫০/১০, ৩২৪/১০ (জাকির হাসান ১০০, সাকিব ৮৪, অক্ষর প্যাটেল ৪-৭৭, কুলদীপ ৩-৭৩)
ভারত ১৮৮ রানে জয়ী।

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শেষ দিন জন্য দরকার ছিল মাত্র ৪ উইকেট। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের (Bangladesh) দুই ওপেনার জাকির হাসান (Zakir Hasan) ২২৪ বলে ১০০ ও নজমুল হাসান শান্তর (Najmul Hossain Shanto) ব্যাট থেকে এসেছিল ১৫৬ বলে ৬৭ রান। প্রথম উইকেটে ১২৪ রান তুলে দু'জন শুরুটা ভালোই করেছিলেন। তবে শেষরক্ষা হল না। অক্ষর প্যাটেল (Axar Patel) ও কুলদীপ যাদবের (Kuldeep Yadav) দাপটে ১৮৮ রানে জিতে, আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের (ICC World Test Championship) দুই নম্বরে উঠে এল টিম ইন্ডিয়া (Team India)। চট্টগ্রাম টেস্টের পঞ্চম দিন অনায়াসেই বাংলাদেশের শেষ চার উইকেট তুলে নিলেন ভারতীয় বোলাররা।  

এই টেস্ট জেতা যে সম্ভব নয়, সেটা বেশ ভালোভাবেই জানতেন সাকিব আল হাসান। তাই সকাল থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলা শুরু করেন টাইগার্সদের অধিনায়ক। লক্ষ্য ছিল কোনওভাবে যদি বাকি ২৪০ রান তোলা যায়। তবে বিপক্ষকে প্রথম ধাক্কা দিলেন মহম্মদ সিরাজ। ফর্মে থাকা মেহদি হাসান মিরাজ ১৩ রানে আউট হন।  

আরও পড়ুন: FIFA World Cup 2022, CRO vs MAR: লুকা মদ্রিচের বিদায়ী ম্যাচে তৃতীয়স্থানে থাকল ক্রোয়েশিয়া, দাপট ও লড়াই দেখিয়ে চারে মরক্কো

আরও পড়ুন: Lionel Messi, FIFA World Cup Final 2022: চোটের 'গল্প' উড়িয়ে বদলার মেগা ফাইনালের আগে কী বললেন লিওনেল মেসি? জানতে পড়ুন

মেহেদির উইকেটের পর সাকিব চলে যান টি-টোয়েন্টির মেজাজে। নিজের অর্ধশতরান পূরণ করেন তিনি। অক্ষর প্যাটেল, সিরাজদের বিরুদ্ধে আগ্রাসী মেজাজে রান করতে শুরু করেন। ঠিক যখন বাংলাদেশ অধিনায়ককে বিপজ্জনক মনে হচ্ছিল, তখনই তাঁর উইকেটটি তুলে নেন কুলদীপ। ১০৮ বলে ৮৪ রানে আউট হন সাকিব। মারলেন ছ'টি চার ও সমান সংখ্যক ছক্কা। বাংলাদেশের শেষ দুটি উইকেট তুলতে আর তেমন বেগ পেতে হয়নি ভারতকে। টাইগার্সদের দ্বিতীয় ইনিংস শেষ হয় ৩২৪ রানে। ফলে ভারত ১৮৮ রানে জিতে দুই টেস্টের সিরিজে এগিয়ে গেল। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.