হেরে গেল বাংলাদেশ
টম ল্যাথামের ১৩৭, নিউজিল্যান্ড ম্যাচ জিতল ৭৭ রানে। বাংলাদেশের বিরুদ্ধে ২৬তম একদিনের আন্তর্জাতিক খেলতে নেমে নয়া রেকর্ড করল নিউজিল্যান্ড। ৩৪১ রানের কিউই ইনিংসে ওপেনার টম ল্যাথাম এবং মিডল অর্ডার ব্যাটসম্যান মুনরোর ১৫৮ রানের পার্টানারশিপই ম্যাচের টার্নিং পয়েন্ট। আর এটাই হল নিজিল্যান্ডের সেরা পঞ্চম উইকেটের পার্টানারশিপ। ৩৪১ রানের লক্ষ্যে নেমে ২৬৪ রানেই থেমে যায় বাংলাদেশ। নিউজিল্যান্ড ম্যাচ জেতে ৭৭ রানে।
![হেরে গেল বাংলাদেশ হেরে গেল বাংলাদেশ](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/12/26/74308-bangladesh.jpg)
ওয়েব ডেস্ক: টম ল্যাথামের ১৩৭, নিউজিল্যান্ড ম্যাচ জিতল ৭৭ রানে। বাংলাদেশের বিরুদ্ধে ২৬তম একদিনের আন্তর্জাতিক খেলতে নেমে নয়া রেকর্ড করল নিউজিল্যান্ড। ৩৪১ রানের কিউই ইনিংসে ওপেনার টম ল্যাথাম এবং মিডল অর্ডার ব্যাটসম্যান মুনরোর ১৫৮ রানের পার্টানারশিপই ম্যাচের টার্নিং পয়েন্ট। আর এটাই হল নিজিল্যান্ডের সেরা পঞ্চম উইকেটের পার্টানারশিপ। ৩৪১ রানের লক্ষ্যে নেমে ২৬৪ রানেই থেমে যায় বাংলাদেশ। নিউজিল্যান্ড ম্যাচ জেতে ৭৭ রানে।
নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচেই হার শিকার করতে হল বাংলাদেশকে। ঘরের মাটিতে টেস্ট সিরিজে ইংল্যান্ডকে কার্যত রুখে দিয়ে গোটা বিশ্বকে চমক দিয়েছিল বাংলাদেশ। বিদেশের মাটিতে এসে সেই 'নার্ভ ফেল' করছেন তামিম, সাকিবরা। লড়াই একটা করেছিলেন মুশফিকররা, তবে হার বাঁচাতে পারেননি। ম্যাচের স্কোরকার্ড ঠিক এই রকম-
নিউজিল্যান্ড: ৩৪১/৭ বাংলাদেশ: ২৬৪/৯