ক্রিকেটের নন্দন কানন ইডেনে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ

ধর্মশালায় ধর্ম সঙ্কট! নিরাপত্তার ঘোর সঙ্কটে পরিত্রাতা ক্রিকেটের নন্দন্দ কানন ইডেন গার্ডেন্স। ভারত বনাম পাকিস্তান ম্যাচের পর এবার বাংলাদেশের সঙ্গে পাকিস্তান মুখোমুখি হবে ইডেনেই। শনিবারের ভারত পাকিস্তান ম্যাচের আগেই বুধবার চার ছক্কা হৈ হৈ, আফ্রিদি বনাম সাকিব, হাফিজ বনাম মোর্তাজা। হাইভোল্টেজ ম্যাচের আগে দারুণ ফর্মে টিম বেঙ্গল টাইগার। অনেকটাই ব্যাকফুটে পাকিস্তান দল।

Updated By: Mar 14, 2016, 11:58 AM IST
 ক্রিকেটের নন্দন কানন ইডেনে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ

ওয়েব ডেস্ক: ধর্মশালায় ধর্ম সঙ্কট! নিরাপত্তার ঘোর সঙ্কটে পরিত্রাতা ক্রিকেটের নন্দন্দ কানন ইডেন গার্ডেন্স। ভারত বনাম পাকিস্তান ম্যাচের পর এবার বাংলাদেশের সঙ্গে পাকিস্তান মুখোমুখি হবে ইডেনেই। শনিবারের ভারত পাকিস্তান ম্যাচের আগেই বুধবার চার ছক্কা হৈ হৈ, আফ্রিদি বনাম সাকিব, হাফিজ বনাম মোর্তাজা। হাইভোল্টেজ ম্যাচের আগে দারুণ ফর্মে টিম বেঙ্গল টাইগার। অনেকটাই ব্যাকফুটে পাকিস্তান দল।

ওমানের বিরুদ্ধে দুর্দান্ত ব্যাটিং তামিমের। টপ অর্ডারে সাব্বির, সাকিবরাও ফর্মে। মেজাজে নেই পাকিস্তান দল। কিন্তু ক্রিকেটের নন্দন কাননে বিগ ফাইট কখনই ধারে ও ভাড়ে এগিয়ে থাকার নিয়মে চলে না। পাশা পাল্টে যায় এক মোক্ষম চালেই। এখন দেখার বাংলাদেশে হারার পর পাকিস্তান ঘুরে দাঁড়ায় কিনা। আমের, ওয়াহাব রিয়াজরা যে ধরনের বোলিং আক্রমণ নিয়ে ইডেনে নামবেন, তাতে বাংলদেশের পক্ষে জয় হাসিল সহজ কাজ হবে না বলেই মত ক্রিকেট বিশেষজ্ঞদের।

.