Virat Kohli: টেস্ট থেকে টি-২০- সব ধরনের ক্রিকেটে অধিনায়ক থাকছেন কোহলিই
আপাতত স্প্লিট ক্যাপ্টেন্সি নিয়ে বোর্ডের কোনও ভাবনাই নেই।
নিজস্ব প্রতিবেদন: সোমবার সকাল থেকেই খবর ছড়িয়ে পড়ে টি-২০ বিশ্বকাপের পরে সীমিত ওভারের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন বিরাট কোহলি। ব্যাটিংয়ে আরও বেশী মনোযোগ দেওয়ার জন্যই তাঁর এই সিদ্ধান্ত বলে চাউর হয়। তবে বিকেল গড়াতেই এই খবরকে নস্যাৎ করে দেন বিসিসিআইয়ের কোষাধ্যক্ষ অরুণ ধুমাল।
ধুমালের মতে এই খবরের পুরোটাই ভিত্তিহীন। এই ধরণের কোনো আলোচনাই হয়নি বোর্ডের অন্দরে বলে এক সংবাদসংস্থাকে জানান তিনি। আপাতত স্প্লিট ক্যাপ্টেন্সি নিয়ে বোর্ডের কোনও ভাবনাই নেই। বিরাটের সীমিত ওভারের ক্রিকেটে অধিনায়কত্বের রেকর্ড ভালো নয়। তাই রোহিতকে নেওয়া হবে বলে খবর ছড়িয়ে পড়ে। বোর্ডের একাংশও তাঁকে নিয়ে খুশী নন বলে শোনা যায়। তবে এর পুরোটাই যে ভিত্তিহীন তা পরিষ্কার করে দিয়েছেন ধুমাল। আপাতত কিং কোহলিই থাকছেন অধিনায়ক।
আরও পড়ুন- CFL: অলক্ষ্যে মুছলেন চোখের জল, বাবার মৃত্যুর পর ফুটবল পায়ে মাঠে পিয়ারলেসের Akash
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)