বিসিসিআই তদন্তকারী প্যানেল বেআইনি: বম্বে হাইকোর্ট
বড়সড় ধাক্কা খেল বিসিসিআই। স্পট ফিক্সিং কাণ্ড নিয়ে তদন্তকারী দুই সদস্যের বোর্ডের তৈরি প্যানেলকে বেআইনি ও অসাংবিধানিক অ্যাখ্যা দিল বম্বে হাইকোর্ট।
বড়সড় ধাক্কা খেল বিসিসিআই। স্পট ফিক্সিং কাণ্ড নিয়ে তদন্তকারী দুই সদস্যের বোর্ডের তৈরি প্যানেলকে বেআইনি ও অসাংবিধানিক অ্যাখ্যা দিল বম্বে হাইকোর্ট।
বিসিসিআইকে নতুন প্যানেল তৈরি করারও নির্দেশ দিয়েছে বম্বে হাইকোর্ট।
সূত্রে খবর, এই রায়ের বিরোধিতা করে বিসিসিআই সুপ্রিম কোর্টে আবেদন জানাবে।
বিসিসিআই-এর তদন্তকারী প্যানেল যে রিপোর্ট পেশ করেছে সেটির উপর প্রশ্নচিহ্ন তুলেছে আদালত। দুই সদস্যের প্যানেল তদন্তের রিপোর্টে যে সমস্ত প্রমাণ দিয়েছে সেগুলি অস্বচ্ছ বলেও রায় দিয়েছে বম্বে হাইকোর্ট।
চলতি সপ্তাহের রবিবার বিসিসিআইয়ের তদন্তকারী কমিটি বোর্ডের কার্যকরী সমিতির বৈঠকে তদন্ত রিপোর্ট পেশ করে। এই রিপোর্টে স্পট ফিক্সিং ও বেটিং কেলেঙ্কারি থেকে ক্লিনচিট দেওয়া হয় শ্রীনির জামাই মেইয়াপ্পন ও রাজস্থান রয়্যালসের অন্যতম মালিক, শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রাকে। ক্লিনচিট দেওয়া হয় শ্রীনিবাসনের কোম্পানি ইন্ডিয়া সিমেন্টসকেও।
এই রিপোর্ট প্রকাশিত হওয়ার পর বোর্ড সভাপতির চেয়ারে শ্রীনিবাসনের প্রত্যাবর্তন একপ্রকার নিশ্চিত হয়ে যায়।
কিন্তু আজ বম্বে হাইকোর্টের রায় শ্রীনির প্রত্যাবর্তনের পথকেও কাঁটায় ভরিয়ে দিল।