Virat Kohli, Rohit Sharma, Asian Games 2023: বিশ্বকাপের বছরে বিরাট-রোহিত-হরমনরা কি এশিয়ান গেমস খেলবেন? আলোচনা তুঙ্গে
২০১০ এবং ২০১৪ সালে এশিয়ান গেমসের অংশ ছিল ক্রিকেট। যদিও তাতে ভারত অংশগ্রহণ করেনি। ২০১৮ সালে আবার ক্রিকেটকে বাদ দিয়েই হয় এশিয়ান গেমস। অর্থাৎ এই প্রতিযোগিতায় একটি সংস্করণের পর ফিরতে চলেছে ক্রিকেট।
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/styles/zm_98x58/public/2021/09/24/347315-sabya.jpg?itok=QispSdU3)
![Virat Kohli, Rohit Sharma, Asian Games 2023: বিশ্বকাপের বছরে বিরাট-রোহিত-হরমনরা কি এশিয়ান গেমস খেলবেন? আলোচনা তুঙ্গে Virat Kohli, Rohit Sharma, Asian Games 2023: বিশ্বকাপের বছরে বিরাট-রোহিত-হরমনরা কি এশিয়ান গেমস খেলবেন? আলোচনা তুঙ্গে](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/06/24/426956-15.png)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চলতি বছরের অক্টোবরে দেশের মাটিতে আয়োজিত হবে বিশ্বকাপ (ICC ODI World Cup 2023)। এর আগে রয়েছে একাধিক সিরিজ। এমন প্রেক্ষাপটে কি এশিয়ান গেমসে (Asian Games 2023) ভারতের পুরুষ ও মহিলা দলকে খেলতে দেখা যাবে? আলোচনা তুঙ্গে। শোনা যাচ্ছে সবকিছু ঠিকঠাক থাকলে রোহিত শর্মা (Rohit Sharma)-বিরাট কোহলিদের (Virat Kohli) সঙ্গে হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur) -স্মৃতি মান্ধানাদের (Smriti Mandhana) এশিয়ান গেমসে পাঠানোর চিন্তাভাবনা করছে রজার বিনি (Roger Binny)-জয় শাহের (Jay Shah) বিসিসিআই (BCCI)।
আগামী ২৩ সেপ্টেম্বর চিনের হ্যাংঝাও শহরে বসবে এবারের এশিয়ান গেমসের আসর। চলবে ৮ অক্টোবর পর্যন্ত। যেখানে টি-টোয়েন্টি ফরম্য়াটে হবে বাইশ গজের লড়াই। আর সেই লড়াইতেই ভারতের তরফে মহিলাদের এ টিমকেই পাঠাতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে রোহিত শর্মাদের এশিয়ান গেমসের মঞ্চে দেখা যাবে না। কারণ যা ঠিক আছে, তাতে আগামী ৫ অক্টোবর থেকে দেশের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ শুরু হবে। তাই ভারতীয় পুরুষদের বি দল অংশ নিতে পারে এই প্রতিযোগিতায়। তবে শেষমেশ কোন দল পাঠানো হবে, তা আগামী ৩০ জুন চূড়ান্ত করে জানিয়ে দেবে বিসিসিআই।
২০১০ এবং ২০১৪ সালে এশিয়ান গেমসের অংশ ছিল ক্রিকেট। যদিও তাতে ভারত অংশগ্রহণ করেনি। ২০১৮ সালে আবার ক্রিকেটকে বাদ দিয়েই হয় এশিয়ান গেমস। অর্থাৎ এই প্রতিযোগিতায় একটি সংস্করণের পর ফিরতে চলেছে ক্রিকেট। আর সেখানে ভারতীয় দল অংশ নিলে এই ইভেন্ট ঘিরে উত্তেজনা আরও বাড়বে বইকী! এর আগে শেষবার একবারই এশিয়ান গেমসে অংশ নিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। এবার ফের বিসিসিআই দল পাঠালে দ্বিতীয়বার এশিয়া সেরার হাতছানি টিম ইন্ডিয়ার সামনে।
গত বছরই চিনে এশিয়ান গেমসের আসর বসার কথা ছিল। কিন্তু করোনা অতিমারীর কারণে তা স্থগিত হয়ে যায়। এবার হবে সেই প্রতিযোগিতা। প্রথমে শোনা গিয়েছিল, বিসিসিআই এবারও দল পাঠাতে আগ্রহী নয়। তবে সম্প্রতি একেবারে অন্য় রিপোর্ট প্রকাশ্যে এল। এখন ভারতের কোন দল এশিয়ান গেমসে অংশগ্রহণ করে সেটাই দেখার।