হুইলচেয়ার ক্রিকেটে পাকিস্তানকে ৮৯ রানে হারাল ভারত
আপাত গুরুত্বহীন এশিয়া কাপের মহাযুদ্ধে উত্তাপ খুঁজছেন দুই দেশের ক্রিকেটপ্রেমীরা।
নিজস্ব প্রতিবেদন : আজ এশিয়া কাপে পাকিস্তানের মুখোমুখি হতে চলেছে ভারত। তার আগেই হুইলচেয়ার ক্রিকেটে মঙ্গলবার পাকিস্তানকে ৮৯ রানে হারাল ভারতীয় দল। সংযুক্ত আরব আমিরশাহিতে অনুষ্ঠিত এই ফ্রেন্ডশিপ কাপ ম্যাচে ভারতের হুলচেয়ার দল প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮১ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে ১৬ ওভারে ৯২ রানে অল আউট হয়ে যায় পাকিস্তান। ৮৯ রানে ম্যাচ জিতে নেয় ভারতীয় হুইলচেয়ার দল।
India won the first match by 89 Runs against Pakistan at Indo-Pak T-20 #WheelchairCricket Series, Friendship Cup 2018 at EGC Ground, Ajman, UAE.
India-181/7 in 20 Over
Pak-92/10 in 16 Over.@ANI @PTI_News @timesofindia @htTweets @TimesNow @aajtak @CNNnews18 @ZeeNews @ndtv @BCCI pic.twitter.com/9xyx8Fw0Zs— Indian Wheelchair Cricket (@WChairCricketIN) September 18, 2018
এদিকে দীর্ঘ ১৫ মাস পর আজ এশিয়া কাপে পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। সরফরাজ আহমেদের দলের বিরুদ্ধে নামার আগে হুইলচেয়ার ক্রিকেটে ভারতের জয় কিছুটা হলেও আত্মবিশ্বাস জোগাবে রোহিত শর্মার দলকে। আপাত গুরুত্বহীন এশিয়া কাপের মহাযুদ্ধে উত্তাপ খুঁজছেন দুই দেশের ক্রিকেটপ্রেমীরা।