কার্তিকদের শেষ উইকেটের কামড়ে বাংলার হতাশা
মরিয়া লড়াই করেও রঞ্জি ট্রফিতে তামিলনাডুর বিরুদ্ধে শেষরক্ষা করতে পারল না বাংলা। রাজকোটে ম্যাচের তৃতীয়দিনের শেষবেলায় বাংলার রান টপকে গিয়ে তিন পয়েন্ট নিশ্চিত করল তামিলনাডু। শেষ উইকেটে অপরাজিত ৩৮ রান যোগ করে মনোজ তিওয়ারিদের মুখের সামনে থেকে তিন পয়েন্ট কেড়ে নিলেন দীনেশ কার্তিকরা।
ওয়েব ডেস্ক: মরিয়া লড়াই করেও রঞ্জি ট্রফিতে তামিলনাডুর বিরুদ্ধে শেষরক্ষা করতে পারল না বাংলা। রাজকোটে ম্যাচের তৃতীয়দিনের শেষবেলায় বাংলার রান টপকে গিয়ে তিন পয়েন্ট নিশ্চিত করল তামিলনাডু। শেষ উইকেটে অপরাজিত ৩৮ রান যোগ করে মনোজ তিওয়ারিদের মুখের সামনে থেকে তিন পয়েন্ট কেড়ে নিলেন দীনেশ কার্তিকরা।
আরও পড়ুন- চোট কাটিয়ে ভারতীয় দলে ফিরলেন লোকেশ রাহুল
বাংলার ৩৩৭ রানের জবাব একটা সময় ৩১০ রানের মধ্যে ৯ উইকেট হারিয়ে রীতিমত চাপে পড়ে যায় তামিলনাডু। সেই সময় রীতিমত জমে উঠেছিল বাংলা-তামিলনাডু দ্বৈরথ। শেষ উইকেটে নটরাজন- ভিগনেশ জুটি বাংলার বোলারদের সামলে দলের তিন পয়েন্ট নিশ্চিত করে ফেলেন। দিনের শেষে তামিলনাডুর রান ৯ উইকেটে ৩৪৮। বাংলার থেকে তারা এগিয়ে ১১ রানে। দলের হয়ে সর্বোচ্চ ৮০ রান করেছেন কার্তিক। বাংলার হয়ে চার উইকেট পান সায়ন ঘোষ। দুটো উইকেট পান প্রজ্ঞান ওঝা।