স্বপ্নভঙ্গ লক্ষ্মীদের, বিদায় বাংলা

বিজয় হাজারে ট্রফি থেকে বিদায় নিল গতবারের চ্যাম্পিয়ন বাংলা। সেমিফাইনালে দিল্লির কাছে ৬ উইকেটে পরাজিত হয় বাংলা দল। এদিন টসে জিতে দিল্লির অধিনায়ক রজত ভাটিয়া বাংলাকে প্রথম ব্যাট করতে পাঠান। কিন্তু দিল্লির বোলিং ব্রিগেডের সামনে তাসের ঘরের মত ভেঙে পড়ে বাংলার ব্যাটিং লাইন আপ। একমাত্র মনোজ তিওয়ারি ও লক্ষ্মীরতন শুক্লা ছাড়া কোনও ব্যাটসম্যানই দুঅঙ্কের ঘরে পৌঁছতে পারেননি।

Updated By: Mar 2, 2013, 07:49 PM IST

বাংলা-- ১৫৬, দিল্লি-- ১৬০/৪
বিজয় হাজারে ট্রফি থেকে বিদায় নিল গতবারের চ্যাম্পিয়ন বাংলা। সেমিফাইনালে দিল্লির কাছে ৬ উইকেটে পরাজিত হয় বাংলা দল। এদিন টসে জিতে দিল্লির অধিনায়ক রজত ভাটিয়া বাংলাকে প্রথম ব্যাট করতে পাঠান। কিন্তু দিল্লির বোলিং ব্রিগেডের সামনে তাসের ঘরের মত ভেঙে পড়ে বাংলার ব্যাটিং লাইন আপ। একমাত্র মনোজ তিওয়ারি ও লক্ষ্মীরতন শুক্লা ছাড়া কোনও ব্যাটসম্যানই দুঅঙ্কের ঘরে পৌঁছতে পারেননি।
মনোজ ৮৭ ও লক্ষ্মী ৩০ রান করেন। ৪০ ওভারের মধ্যেই বাংলার ইনিংস শেষ হয়ে যায়। বাংলা করে ১৫৬ রান। দিল্লির বরুন সুদ তিনটি উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে ১৬ রানের মাথায় ধ্রুবের উইকেট হারালেও গৌতম গম্ভীর ও উন্মুক্ত চাঁদ জুটি দিল্লির জয়ের পথ তৈরি করে দেয়। গম্ভীর ৬৯ ও উন্মুক্ত ২২ রানে আউট হওয়ার পর বাকি কাজটা সেরে ফেলেন অধিনায়ক রজত ভাটিয়া। তাঁর অধিনায়কোচিত ২৮ রানের ইনিংস দিল্লির জয় নিশ্চিত করে দেয়।

.