সুদীপ,প্রদীপ্তর লড়াকু ব্যাটিংয়ে তামিলনাডুর বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় বাংলার
শেষ দিনে ৮ উইকেট হাতে নিয়ে জয়ের জন্য ১২৯ রান দরকার ছিল বাংলার।
নিজস্ব প্রতিবেদন : ঘরের মাঠে ইডেন গার্ডেন্সে কেরলের কাছে হারের ধাক্কা কাটিয়ে তামিলনাডুর বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিল মনোজের বাংলা। সুদীপ চট্টোপাধ্যায় ও প্রদীপ্ত প্রামাণিকের দাঁতে দাঁত চেপে লড়াই তামিলনাডর বিরুদ্ধে এবারের রঞ্জিতে প্রথম জয়ের স্বাদ এনে দিল বাংলা শিবিরে। এক উইকেটে ম্যাচ জয় মনোজ- দিন্দাদের।
আরও পড়ুন - সিডনিতে বল হাতে বিরাট তুলে নিলেন উইকেট, দেখুন ভিডিও
শুক্রবার ম্যাচের চতুর্থ দিনে অফ স্পিনার ঋত্বিক চট্টোপাধ্যায় বাংলাকে ম্যাচে ফেরান। প্রথম ইনিংসে তামিলনাডুর ২৬৩ রানের জবাবে মাত্র ১৮৯ রানে অল আউট হয়ে যায় মনোজরা। এরপর দ্বিতীয় ইনিংসে মূলত ঋত্বিকের ভেলকিতে ১৪১ রানে গুটিয়ে যায় তামিলনাডুর দ্বিতীয় ইনিংস। এরপর জয়ের জন্য বাংলার সামনে টার্গেট ছিল ২১৬ রানের। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও ৫৩ রান করেন ওপেনার অভিষেক রমন। তৃতীয় দিনের শেষে ২ উইকেট হারিয়ে ৮৭ রান ছিল বাংলার। শেষ দিনে ৮ উইকেট হাতে নিয়ে জয়ের জন্য ১২৯ রান দরকার ছিল বাংলার। কিন্তু চতুর্থ দিনে অধিনায়ক মনোজ তিওয়ারি ১৮ এবং আমির গনি ২৫ রান করে প্যাভিলিয়নে ফেরেন। এরপর হাল ধরেন সুদীপ চট্টোপাধ্যায়। কিন্তু অনুষ্টুপ, ঋত্বিক, শ্রীবত্সদের দ্রুত সাজঘরে ফিরিয়ে দিয়ে ম্যাচ জমিয়ে দেন রহিল শাহ। তামিলনাডুর বাইশ গজে বাংলার ভাগ্যাকাশে তখন আশঙ্কার ঘনঘটা। অষ্টম উইকেটে সুদীপের সঙ্গে জুটি বাঁধলেন প্রদীপ্ত প্রামানিক। দাঁতে-দাঁত দেপে লড়াই করে ৫৭ রানের জুটি গড়লেন দুজনে। কিন্তু সুদীপ আউট হতেই টেনশন ফিরে বাংলা শিবিরে। আর টাই হওয়ার পর দিন্দার রান আউট যেন আরও আশঙ্কা বাড়িয়ে দিল। কিন্তু শেষ পর্যন্ত উইকেটে টিকে থেকে বাংলাকে এই মরশুমে রঞ্জিতে প্রথম জয় এনে দিলেন প্রদীপ্ত। ৯৭ বলে ২৫ রানে অপরাজিত থাকেন তিনি। চিপকে গতবারের সেমিফাইনালিস্টদের এক উইকেটে হারাল মনোজের বাংলা।