এক ঝলকে দেখে নিন দুদলের সেরা ৫ বোলারের বোলিং পারফরম্যান্স

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরই মীরপুরে শুরু হয়ে যাবে এশিয়া কাপ ফাইনাল। মুখোমুখি ভারত এবং বাংলাদেশ। ম্যাচ দেখতে বসার আগে দেখে নিন দুদলের সেরা পাঁচ বোলার কেমন ফর্মে আছেন। কে কটা উইকেট নিলেন। তাহলে ম্যাচ দেখতে ভালো লাগবে।

Updated By: Mar 6, 2016, 03:10 PM IST
এক ঝলকে দেখে নিন দুদলের সেরা ৫ বোলারের বোলিং পারফরম্যান্স

ওয়েব ডেস্ক: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরই মীরপুরে শুরু হয়ে যাবে এশিয়া কাপ ফাইনাল। মুখোমুখি ভারত এবং বাংলাদেশ। ম্যাচ দেখতে বসার আগে দেখে নিন দুদলের সেরা পাঁচ বোলার কেমন ফর্মে আছেন। কে কটা উইকেট নিলেন। তাহলে ম্যাচ দেখতে ভালো লাগবে।

ভারত

১) হার্দিক পাণ্ডিয়া - ৪ ম্যাচে ৭ উইকেট। দিয়েছেন ৬৮ রান। সেরা বোলিং ৮ রানে ৩ উইকেট।

২) আশিস নেহরা - ৩ ম্যাচে ৫ উইকেট। দিয়েছেন ৬৬ রান। সেরা বোলিং ২৩ রানে ৩ উইকেট।

৩) যশপ্রীত বুমরাহ - ৪ ম্যাচে ৫ উইকেট। দিয়েছেন ৮১ রান। সেরা বোলিং ২৭ রানে ২ উইকেট।

৪) রবিচন্দ্রন অশ্বিন - ৩ ম্যাচে ৩ উইকেট। রান দিয়েছেন ৭০। সেরা বোলিং ২৬ রানে ২ উইকেট।

৫) ভুবনেশ্বর কুমার - ১ ম্যাচে ২ উইকেট। রান দিয়েছেন ৮। সেরা বোলিং ৮ রানে ২ উইকেট।

বাংলাদেশ

১) আল আমিন হোসেন - ৪ ম্যাচে ১০ উইকেট। রান দিয়েছেন ১০৪। সেরা বোলিং ২৫ রানে ৩ উইকেট।

২) সাকিব আল হাসান - ৪ ম্যাচে ৫ উইকেট। রান দিয়েছেন ৮২। সেরা বোলিং ২০ রানে ২ উইকেট।

৩) মাশরাফি মোর্তাজা - ৪ ম্যাচে ৫ উইকেট। রান দিয়েছেন ৯৮। সেরা বোলিং ১২ রানে ২ উইকেট।

৪) মাহমুদুল্লা - ৪ ম্যাচে ৪ উইকেট। রান দিয়েছেন ২৮। সেরা বোলিং ৫ রানে ২ উইকেট।

৫) মুস্তাফিজুর রহমান - ৩ ম্যাচে ৩ উইকেট। রান দিয়েছেন ৭২। সেরা বোলিং ১৩ রানে ২ উইকেট।

.