Mohammed Shami, BGT 2023: কেন শামিকে নেটে খেলতে চান না বিরাট-রোহিত? খোলসা করলেন কার্তিক

কার্তিক বোঝাতে চেয়েছেন, ম্যাচে শামি যেমন প্রতিপক্ষ ব্যাটারদের অস্বস্তিতে রাখেন ঠিক তেমন নেটেও সতীর্থদের অস্বস্তিতে রাখেন। নিজের বলের মানের সঙ্গে সমঝোতা করেন না।

Updated By: Feb 13, 2023, 05:15 PM IST
Mohammed Shami, BGT 2023: কেন শামিকে নেটে খেলতে চান না বিরাট-রোহিত? খোলসা করলেন কার্তিক
মহম্মদ শামিকে সমীহ করেন রোহিত ও বিরাট।

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মহম্মদ শামিকে (Mohammad Shami) খেলা সবথেকে কঠিন। তাঁকে নেটে খেলতে একেবারেই পছন্দ করেন না রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলি (Virat Kohli)। কিন্তু কেন? টিম ইন্ডিয়ার (Team India) জোরে বোলারকে সবাই ঘেন্না করেন? কারণ ব্যাখ্যা করে 'সহেসপুর এক্সপ্রেস'-কে 'অত্যাচারী' বলে দিলেন দীনেশ কার্তিক (Dinesh Karthik)। 

শামি সম্পর্কে কার্তিক বলেছেন, "মহম্মদ শামি সম্পর্কে যদি একটি শব্দ প্রয়োগ করতে হয়, তাহলে আমি বলব শামি অত্যাচারী। আমার গোটা কেরিয়ারে শামির মতো কঠিন বোলার আমি দেখিনি। নেটে ওর মুখোমুখি হয়েছি বলেই বলেছি, ওর মোকাবিলা করা সব থেকে কঠিন ব্যাপার। শামিকে নেটে খেলেছি। ম্যাচেও শামি আমাকে বেশ কয়েকবার আউট করেছে। কিন্তু নেটে ওকে সামলানো খুবই কঠিন ব্যাপার। আমি প্রথমটায় ভেবেছিলাম আমারই বোধহয় শামিকে সামলাতে কষ্ট হচ্ছে নেটে। কিন্তু কোহলি, রোহিতদের মতো তারকাদের সঙ্গেও আমার শামিকে নিয়ে কথা হয়েছে। ওরাও বলেছে শামিকে খেলতে ওরা ঘৃণা করে।"  

আরও পড়ুন: Nagpur Pitch Controversy, BGT 2023: নাগপুরের পিচ বিতর্কে এবার আইসিসি-র হস্তক্ষেপ দাবি করলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন লেজেন্ড

আরও পড়ুন: INDW vs PAKW: বাইশ গজের যুদ্ধের পরই এক ফ্রেমে দুই চিরপ্রতিদ্বন্দ্বী, হরমন-বিসমাদের ভিডিয়ো ভাইরাল

নাগপুর টেস্টে ভারত ১৩২ রানে অস্ট্রেলিয়াকে হারিয়েছে। তিন দিনেই ম্যাচ শেষ হয়ে গিয়েছে। রবিচন্দ্রন অশ্বিন পাঁচ উইকেট নিয়েছেন। কিন্তু কার্তিক মুগ্ধ শামিতে। সেই মুগ্ধতা এতটাই যে কার্তিক বলছেন, "শামির যেটা সবচেয়ে বড় গুণ, তা হল, ম্যাচেও যেভাবে ও বল করে, নেটেও একই ভাবে বল করে যায়। সিম সব সময়ে আপরাইট পজিশনে রাখে। ৬-৮ মিটারের মধ্যে বল রাখে। আর ওই লেন্থে বল রাখলে কট বিহাইন্ড হয় অথবা স্লিপে ক্যাচ তোলে ব্যাটার। কিন্তু এখানেই শামির দুর্ভাগ্য। খুব ভালো করে যদি দেখা যায়, তাহলে ব্যাটাররা যতবার পরাস্ত হয়েছে ওর বলে, সেই তুলনায় কিন্তু উইকেট পাননি শামি।"  

কার্তিক ফের যোগ করেছেন, "প্রথমে ভাবতাম আমাকেই বোধহয় শুধু কঠিন বলগুলো করে। পরে কোহলি, রোহিতের সঙ্গে কথা বলেছি শামির ব্যাপারে। ওরাও নেটে শামির বল খেলতে ঘৃণা করে। অথচ ওরা দু’জনেই এখন বিশ্বের প্রথম সারির ব্যাটারদের মধ্যে রয়েছে।" \

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

.