BGT 2023: নাগপুর ও দিল্লির বাইশ গজ কেমন? জবাব দিল আইসিসি

নাগপুরে আড়াই দিনের মধ্যেই অস্ট্রেলিয়াকে শেষ করে দিয়েছিল ভারতীয় দল। সেই ম্যাচে রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিনই অস্ট্রেলিয়াকে শেষ করে দিয়েছিলেন। প্রথম ইনিংসে বল হাতে দাপট দেখিয়েছিলেন জাদেজা। 

Updated By: Feb 24, 2023, 07:10 PM IST
BGT 2023: নাগপুর ও দিল্লির বাইশ গজ কেমন? জবাব দিল আইসিসি
চলে এল নাগপুর ও দিল্লির পিচের ভারডিক্ট। ফাইল চিত্র

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চলতি বর্ডার গাভাসকর টেস্ট সিরিজ (Border Gavaskar Trophy 2023) শুরু হওয়ার আগে থেকেই অজি শিবিরের আলোচনার কেন্দ্রে ছিল পিচ। ভারতের পিচ নিয়ে প্রথম থেকেই খানিকটা সংশয়ের কথা শোনা গিয়েছিল অস্ট্রেলিয়া (Australia) ক্রিকেটারদের মুখে। ইতিমধ্যে দুটি টেস্ট হয়ে গিয়েছে। নাগপুর (Nagpur) এবং দিল্লিতে (Delhi) দুটো টেস্টেই টিম ইন্ডিয়ার (Team India) কাছে শোচনীয় হার হয়েছে অস্ট্রেলিয়ার। সেই দুই পিচেরই রিপোর্ট প্রকাশ করল আইসিসি (ICC)। নাগপুর এবং দিল্লির পিচকে 'অ্যাভারেজ' তকমা দিল বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। নাগপুর পিচ নিয়ে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা অভিযোগ তুললেও তাঁকে একেবারে খোলার অনুপযোগী বলতে নারাজ আইসিসি।

নাগপুর এবং দিল্লি দুই জায়গাতেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুরন্ত জয় তুলে নিয়েছিল টিম ইন্ডিয়া। বিশেষ করে নাগপুরের পিচে ভারতীয় দলের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতেই পারেনি অস্ট্রেলিয়ান ব্যাটাররা। প্রথম ম্যাচে ভারতের কাছে এক ইনিংস ও ১৩২ রানে হেরে গিয়েছিল অস্ট্রেলিয়া। ভারতীয় স্পিনারদের সামনে একেবারে ব্যর্থ অজিরা। ম্যাচ শেষের পর থেকেই অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা তো বটেই, প্রাক্তন অজি ক্রিকেটাররাও সরব হয়েছিলেন নাগপুরের পিচ নিয়ে।

আরও পড়ুন: Cameron Gren, BGT 2023: পুরো ফিট হয়েই রোহিতের টিম ইন্ডিয়াকে হুঙ্কার দিলেন ক্যামেরুন গ্রিন

আরও পড়ুন: David Warner, BGT 2023: টেস্ট সিরিজ থেকে ছিটকে গিয়ে বড় কথা বলে দিলেন মারকুটে ওয়ার্নার

নাগপুরে আড়াই দিনের মধ্যেই অস্ট্রেলিয়াকে শেষ করে দিয়েছিল ভারতীয় দল। সেই ম্যাচে রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিনই অস্ট্রেলিয়াকে শেষ করে দিয়েছিলেন। প্রথম ইনিংসে বল হাতে দাপট দেখিয়েছিলেন জাদেজা। তিনি একাই তুলে নিয়েছিলেন পাঁচ উইকেট। দ্বিতীয় ইনিংসে অশ্বিনের বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি অজি ব্যাটাররা। ১০০ রানও টপকাতে পারেননি তারা। এমন ম্যাচ হওয়ার পর থেকেই নাগপুরের পিচ নিয়ে শুরু হয়ে গিয়েছিল বিতর্ক। অপেক্ষা ছিল নাগপুরের পিচকে আইসিসি কী রেটিং দেয়।

নাগপুর ও দিল্লির পিচের রিপোর্ট প্রকাশ করেছে আইসিসি। ম্যাচ রেফারির রিপোর্ট জমা দেওয়ার  ভিত্তিতেই আইসিসি নিজেদের মত জানিয়ে দিয়েছে। সেখানেই নাগপুর এবং দিল্লি দুই জায়গার পিচকেই 'অ্যাভারেজ' তকমা দেওয়া হয়েছে। নাগপুরের পিচ র‍্যাঙ্ক টার্নার হয়েছে বলেই সকলে দাবি তুলতে শুরু করেছিলেন। কিন্তু সেই পিচ যে খেলার অযোগ্য ছিল, সেটা কিন্তু মানতে নারাজ আইসিসি। এই পিচকে 'অ্যাভারেজ তকমা' সেটা স্পষ্ট হয়ে গেল। আগামি ১ মার্চ থেকে তৃতীয় টেস্টে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। বাকি দুটি টেস্টেও যে একই রকম স্পিন পিচ থাকবে এমনটা কিন্তু লিখে দেওয়াই যায়। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.