Usman Khawaja Out, BGT 2023: উসমান খোয়াজার আউট বিতর্ক নিয়ে রবি শাস্ত্রী-মার্ক ওয়ার লেগে গেল
দ্বিতীয় ওভারে মহম্মদ সিরাজের প্রথম বলেই এলবিডব্লিউ হন খোয়াজা। সিরাজের বল ব্যাটে লাগাতে পারেননি তিনি। সঙ্গে সঙ্গে এলবিডব্লিউয়ের আবেদন করেন সিরাজ। তবে আম্পায়ার নীতিনের মধ্যে হেলদোল দেখা যায়নি।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বর্ডার গাভাসকর ট্রফির (Border Gavaskar Trophy 2023) প্রথম দিনেই ডিআরএস নিয়ে শুরু হল বিতর্ক। অস্ট্রেলিয়ার (Australia) ইনিংসের শুরুতেই উসমান খোয়াজার (Usman Khawaja) আউট নিয়ে শুরু হয় বিতর্ক। দুই প্রাক্তন ক্রিকেটার রবি শাস্ত্রী (Ravi Shastri)-মার্ক ওয়ার (Mark Waugh) মধ্যে ঝামেলা লেগে গেল। খোয়াজা কীভাবে আউট হল, সেটা ধারাভাষ্যকাররা বুঝতেই পারেননি। কারণ ফিল্ড আম্পায়ার নীতিন মেনন খোয়াজাকে প্রথমে আউট না দিলেও, ডিআরএসে সিদ্ধান্ত বদলান।
তার পরেই ধারাভাষ্যকার এবং অস্ট্রেলিয়ার প্রাক্তন ব্যাটার মার্ক ওয় বলেন, 'ভেবেছিলাম বলটা লেগ স্টাম্পে বা বেলে লাগবে। ভারতীয়রাও সেটাই ভেবেছিল। তাই শেষ মুহূর্তে রিভিউ নিয়েছে। কিন্তু হকআইতে অন্য রকম দেখলাম। ওখান বল অনেক নীচু হয়ে এসেছে বলে দেখানো হয়েছে।'
— BCCI (@BCCI) February 9, 2023
আরও পড়ুন: Mahendra Singh Dhoni: ট্রাক্টরে বসে চাষির রুপে ধরা দিলেন 'ক্যাপ্টেন কুল', ভাইরাল হল ভিডিয়ো
আরও পড়ুন: Ravichandran Ashwin, BGT 2023: 'এক ঢিলে দুই পাখি মেরে' কোন জোড়া রেকর্ড গড়লেন অশ্বিন? জেনে নিন
পাল্টা দিয়ে রবি শাস্ত্রী বলেছেন, 'অনেক উপর থেকে দেখলে মনে হতেই পারে যে বল বেলে লাগছে। কিন্তু বল ট্র্যাকিং স্পষ্ট ঘটনা দেখিয়েছে। তাই বিতর্কের কোনও জায়গা নেই। ভারত নিশ্চয়ই এই রিভিউয়ের ফলাফলে খুশি।'
দ্বিতীয় ওভারে মহম্মদ সিরাজের প্রথম বলেই এলবিডব্লিউ হন খোয়াজা। সিরাজের বল ব্যাটে লাগাতে পারেননি তিনি। সঙ্গে সঙ্গে এলবিডব্লিউয়ের আবেদন করেন সিরাজ। তবে আম্পায়ার নীতিনের মধ্যে হেলদোল দেখা যায়নি। তিনি আউট দেননি। রোহিত শর্মা ফিল্ড করছিলেন মিড অনে। তিনি দৌড়ে আসেন। উইকেটকিপার কেএস ভারতের সঙ্গে পরামর্শ করে শেষ মুহূর্তে ডিআরএস-এর সিদ্ধান্ত নেন। খালি চোখে মনে হয়েছিল বল উইকেটের বেলে লাগছে। তবে ডিআরএসে দেখানো হয় সেটি লেগস্টাম্পের মাঝামাঝি জায়গায় লাগছে। ফলে খোয়াজা ১ রানে ফিরে যান।
— cricket.com.au (@cricketcomau) February 9, 2023