Rohit Sharma, BGT 2023: চাপের মুখে দুরন্ত শতরান, বিরাট-বাবরের কোন রেকর্ডে ভাগ বসালেন রোহিত?
Rohit Sharma: ১৭১ বলে শতরান করেন রোহিত। চার মেরে শতরান করেন তিনি। ভারতের প্রথম দিকের ব্যাটাররা ব্যর্থ হওয়ার দিনে রোহিত অধিনায়কোচিত ইনিংস খেললেন। অস্ট্রেলিয়ার বোলারদের মাঠের বাইরে পাঠালেন একাধিক বার।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অবশেষে থামলেন তিনি। অস্ট্রেলিয়া (Australia) নতুন বল হাতে নিতেই সাফল্য পেলেন প্যাট কামিন্স (Pat Cummins)। চা পানের বিরতির পর মাঠে নামতেই নতুন বল হাতে তুলে নিয়েছিল অজি দল। প্রথম ওভারেই এল সাফল্য। বিপক্ষের অধিনায়কের স্টাম্পে থাকা ডেলিভারিতে লাইন মিস করলেন টিম ইন্ডিয়ার (Team India) অধিনায়ক। আর তাই রোহিত শর্মাকে (Rohit Sharma) ২১২ বল খেলে ১২০ রানে থামতে হল। ফিরে যাওয়ার আগে মারলেন ১৫টি চার ও ২টি ছক্কা। তবে এর আগে বিরাট কোহলি (Virat Kohli) ও বাবর আজমদের (Babar Azam) রেকর্ডে ভাগ বসালেন 'হিট ম্যান'।
এই শতরানের সৌজন্যে বিরাটের একটি নজিরও স্পর্শ করলেন রোহিত। অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে শতরান করার রেকর্ড ছিল বিরাটের। এবার সেই নজির স্পর্শ করল রোহিত। ২০১৪-১৫ মরসুমের ডাউন আন্ডার সফরে গিয়ে অ্যাডিলেডে শতরান করেছিলেন বিরাট। স্লো ওভার রেটের জন্য সেই টেস্টে নির্বাসিত ছিলেন মহেন্দ্র সিং ধোনি। তাই দলকে নেতৃত্ব দিয়েছিলেন বিরাট। এবং ভারতের প্রথম অধিনায়ক হিসেবে তাঁর প্রথম ম্যাচে শতরান করেছিলেন। এবার অধিনায়ক হিসেবে শতরান করে বিরাটকে ছুঁলেন রোহিত।
আরও পড়ুন: Virat Kohli, BGT 2023: টেস্টে 'বিরাট' ব্যর্থতা চলছেই, 'কিং কোহলি' আউট হতেই উত্তাল সোশ্যাল মিডিয়া
১৭১ বলে শতরান করেন রোহিত। চার মেরে শতরান করেন তিনি। ভারতের প্রথম দিকের ব্যাটাররা ব্যর্থ হওয়ার দিনে রোহিত অধিনায়কোচিত ইনিংস খেললেন। অস্ট্রেলিয়ার বোলারদের মাঠের বাইরে পাঠালেন একাধিক বার। শতরানে পৌঁছতে ১৪টি চার এবং দু’টি ছক্কা মারেন রোহিত। টেস্ট ক্রিকেটে এটি তাঁর নবম শতরান। ওপেনার হিসাবে টেস্টে খেলা শুরু করার পর থেকেই পাল্টে গিয়েছে রোহিতের খেলা। অধিনায়ক হওয়ার পর এটাই তাঁর প্রথম শতরান। শেষবার ২০২১ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ওভালে ১২৭ রান করেছিলেন 'হিটম্যান'।
এছাড়া রোহিত এদিন আরও একটি নজির গড়েছেন। আন্তর্জাতিক মঞ্চে রোহিত হলেন অধিনায়ক হিসেবে চতুর্থ ক্রিকেটার, যিনি নেতা হিসেবে যিনি সব ফরম্যাটেই শতরান করলেন। এই তালিকায় আগে বাবর আজম, তিলকরত্নে দিলশান (Tilakaratne Dilshan), ফ্যাফ ডু প্লেসিসের (Faf du Plessis) নাম লেখা ছিল। এবার সেই তালিকায় নাম লেখালেন 'হিটম্যান'।
নাম দেশ টেস্ট ওডিআই টি-টোয়েন্টি
তিলকরত্নে দিলশান শ্রীলঙ্কা ১ ১ ১
ফ্যাফ ডু প্লেসিস দক্ষিণ আফ্রিকা ৫ ৫ ১
বাবর আজম পাকিস্তান ৪ ৬ ২
রোহিত শর্মা ভারত ১ ৩ ২