Shubman Gill: টেস্টে দ্বিতীয় শতরান করে কে এল রাহুলের উপর চাপ বাড়ালেন শুভমন
চলতি টেস্টের দ্বিতীয় দিনের শেষ বেলায় রোহিতের সঙ্গে ক্রিজে নেমেছিলেন শুভমন। অজিরা প্রথম ইনিংসে ৪৮০ রান গড়লেও, ঠাণ্ডা মাথায় ইনিংসকে এগিয়ে নিয়ে যান শুভমন।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রায় তিন মাসের মাথায় টেস্ট ক্রিকেটে নিজের দ্বিতীয় শতরানের মুখ দেখলেন শুভমন গিল (Shubman Gill)। গত বছর বাংলাদেশের (Bangladesh) বিরুদ্ধে চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় ইনিংসে ১১০ রান করেছিলেন পঞ্জাব তনয়। এবার চলতি বর্ডার গাভাসকর ট্রফি (Border Gavaskar Trophy 2023) শেষ টেস্টে শতরান করলেন টিম ইন্ডিয়ার (Team India) তরুণ ওপেনার। ১৯৪ বলে শতরান পূর্ণ করলেন ২৩ বছরের শুভমন। টড মারফিকে ফাইন লেগের উপর দিয়ে চার মেরে তিন অংকের রানে পৌঁছে যান তিনি। এরপর ২৩৫ বলে ১২৮ রানে থামলেন তিনি। মারলেন ১২টি চার ও ১টি ছক্কা।
কে এল রাহুল (KL Rahul) নাগপুর ও দিল্লি টেস্টে ব্যর্থ হওয়ার পর, শুভমনকে সুযোগ দিয়েছিলেন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) ও হেড কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। ইন্দোরের দুই ইনিংসে (২১,৫) ব্যর্থ হলেও, তাঁকে দলে রেখেই মাঠে নেমেছিল ভারতীয় দল। অবশেষে টিম ম্যানেজমেন্টের ভরসার দাম দিলেন তিনি। শতরানের সময় সঙ্গে ছিলেন চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara)। তিনি এসে শুভমনকে জড়িয়ে ধরে শুভেচ্ছা জানান। এরপর হাত মেলান। চা পানের বিরতির আগে পূজারা আউট হওয়ার পর ক্রিজে আসেন বিরাট কোহলি (Virat Kohli)। তাঁর কাছে থেকেও অভিনন্দনও পান শুভমন।
চলতি টেস্টের দ্বিতীয় দিনের শেষ বেলায় রোহিতের সঙ্গে ক্রিজে নেমেছিলেন শুভমন। অজিরা প্রথম ইনিংসে ৪৮০ রান গড়লেও, ঠাণ্ডা মাথায় ইনিংসকে এগিয়ে নিয়ে যান। তৃতীয় দিন লাঞ্চের আগে রোহিত ব্যক্তিগত ৩৫ রানে ফিরলেও, পূজারার সঙ্গে জুটি বেঁধে ইনিংসকে এগিয়ে নিয়ে গিয়েছেন এই তরুণ। মিচেল স্টার্ক, ন্যাথান লিঁও-র বিরুদ্ধে তাঁকে আগ্রাসী মেজাজে খেলতে দেখা যায়।
— BCCI (@BCCI) March 11, 2023
আরও পড়ুন: Rohit Sharma, BGT 2023: ফের বড় রান করতে ব্যর্থ হলেও, কোন বিশেষ নজির গড়লেন রোহিত? জেনে নিন
আরও পড়ুন: Shakib Al Hasan Controversy: নতুন বিতর্ক! মেজাজ হারিয়ে ভক্তকে পেটালেন সাকিব, ভিডিয়ো ভাইরাল
শুধু টেস্ট কেন, বাইশ গজের যুদ্ধের বাকি দুই ফরম্যাটেও শুভমনের দাপট বজায় রয়েছে। ২০২৩ সালের ১৫ জানুয়ারি থেকে ১১ মার্চ পর্যন্ত পাঁচটি শতরান সেরে ফেললেন শুভমন। এরমধ্যে একদিনের ক্রিকেটে ৩টি, টি-টোয়েন্টি ফরম্যাটে ১টি ও টেস্টে ১টি শতরান করে ফেললেন তিনি।
১৫ জানুয়ারি শ্রীলঙ্কার বিরুদ্ধে করেছিলেন ৯৭ বলে ১১৬ রান। ৫০ ওভারের ফরম্যাটে সেটা ছিল শুভমনের দ্বিতীয় শতরান। এর দু'দিন পর ১৮ জানুয়ারি, সবাইকে চমকে দিয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৪৯ বলে ২০৮ রানে থেমেছিলেন পঞ্জাব তনয়। চলতি বছরের তৃতীয় শতরান এসেছিল সেই কিউইদের বিরুদ্ধেই। ইন্দোরে বিস্ফোরক মেজাজে করেছিলেন ৭৮ বলে ১১২ রান। শুভমনের সোনার ফর্ম এখানেই থেমে থাকেনি। ১ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে মাত্র ৬৩ বলে ১২৬ রানে অপরাজিত ছিলেন এই তরুণ। আর এবারও শতরানের মুখ দেখলেন তিনি। এবার তাঁর ব্যাট থেকে এল ১২৮ রানের দুরন্ত ইনিংস। তবে শেষ পর্যন্ত অভিজ্ঞ লিঁও-র বলে লেগ বিফোর হয়ে তাঁকে থামতে হল।