অ্যাটলেটিকো দি কলকাতা বনাম ইস্টবেঙ্গল ম্যাচে ফুটবলকে বিদায় জানাবেন বাইচুং
সেপ্টেম্বরে প্রদর্শনী ম্যাচ খেলে ফুটবলকে পাকাপাকিভাবে বিদায় জানাতে পারেন প্রাক্তন ভারত অধিনায়ক বাইচুং ভুটিয়া।
![অ্যাটলেটিকো দি কলকাতা বনাম ইস্টবেঙ্গল ম্যাচে ফুটবলকে বিদায় জানাবেন বাইচুং অ্যাটলেটিকো দি কলকাতা বনাম ইস্টবেঙ্গল ম্যাচে ফুটবলকে বিদায় জানাবেন বাইচুং](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2015/06/22/39324-2baichung-bhutia.jpg)
ব্যুরো: সেপ্টেম্বরে প্রদর্শনী ম্যাচ খেলে ফুটবলকে পাকাপাকিভাবে বিদায় জানাতে পারেন প্রাক্তন ভারত অধিনায়ক বাইচুং ভুটিয়া।
গত মরসুমে লাল-হলুদের হয়ে আই লিগের একটা ম্যাচ খেলে অবসর নেওয়ার কথা ছিল বাইচুংয়ের। কিন্তু শেষপর্যন্ত তা আর হয়ে ওঠেনি। প্রাক্তন ভারত অধিনায়ক আগেই কথা দিয়েছিলেন যে ইস্টবেঙ্গলের হয়েই শেষ ম্যাচ খেলবেন। সেই মতই বাইচুং ইস্টবেঙ্গল ক্লাবকে জানিয়েছেন অ্যাটলেটিকো দি কলকাতা আর ইস্টবেঙ্গলের মধ্যে একটা প্রদর্শনী ম্যাচের আয়োজন করতে। সেই ম্যাচ খেলেই ফুটবলকে বিদায় জানাতে চান বাইচুং। ইস্টবেঙ্গল ক্লাব অবশ্য এখনই বাইচুংয়ের প্রস্তাব নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। আইএসএল শুরুর আগেই এই ম্যাচ হতে পারে।