বোর্ডের গ্রেড `এ` থেকে বাদ ভাজ্জি, গ্রেড `সি` তে বাংলার ৩ জন

হরভজন সিং কে সরিয়ে ভারতীয় ক্রিকেটের গ্রেড `এ` গ্রুপে ঢুকে পড়লেন উঠতি অফস্পিনার রবিচন্দ্রন অস্বিন। শুক্রবার ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে বার্ষিক চুক্তি ঘোষণা করল ভারতীয় বোর্ড। চুক্তির আওতায় রয়েছেন মোট ৩৭ জন ক্রিকেটার। গ্রেড এ-থেকে হরভজনের মতই বাদ গেছে পেসার ইশান্ত শর্মা। দু`জনেই এখন বি গ্রেডের আওতায়। অন্যদিকে ক্যানসার থেকে সেরে উঠে ক্রিকেটে ফিরে আসার পরেই গ্রেড এ তে যায়গা করে নিয়েছেন যুবরাজ সিং।

Updated By: Oct 26, 2012, 03:28 PM IST

হরভজন সিং কে সরিয়ে ভারতীয় ক্রিকেটের গ্রেড `এ` গ্রুপে ঢুকে পড়লেন উঠতি অফস্পিনার রবিচন্দ্রন অস্বিন। শুক্রবার ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে বার্ষিক চুক্তি ঘোষণা করল ভারতীয় বোর্ড। চুক্তির আওতায় রয়েছেন মোট ৩৭ জন ক্রিকেটার। গ্রেড এ-থেকে হরভজনের মতই বাদ গেছে পেসার ইশান্ত শর্মা। দু`জনেই এখন বি গ্রেডের আওতায়। অন্যদিকে ক্যানসার থেকে সেরে উঠে ক্রিকেটে ফিরে আসার পরেই গ্রেড এ তে যায়গা করে নিয়েছেন যুবরাজ সিং।
অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, সচিন তেন্ডুলকর সহ ৯ ক্রিকেটার রয়েছেন গ্রেড এ-তে। গ্রেড এ-র ক্রিকেটাররা বার্ষিক ১ কোটি টাকা করে পাবেন। গ্রড বি-তে রয়েছেন ৮ ক্রিকেটার। গ্রেড বি-র ক্রিকেটাররা পাবেন ৫০ লক্ষ টাকা করে। গ্রেড সি-তে জায়গা পেয়েছেন ১৭ জন ক্রিকেটার। তাঁরা পাবেন বার্ষিক ২৫ লক্ষ টাকা করে। বাংলার ৩ ক্রিকেটার মনোজ তেওয়ারি, অশোক দিন্দা জায়গা পেয়েছেন সি গ্রেড-এ। দিন্দা এবারই প্রথম সি গ্রেডে ঢুকলেন।

.