Jasprit Bumrah Injury: বড় ধাক্কা খেল টিম ইন্ডিয়া ও মুম্বই ইন্ডিয়ান্স, বিশ্বকাপের আগে মাঠেই নামতে পারবেন না বুমরা

সম্পূর্ণ ফিট বুমরা। এই ঘোষণা করেই গত মাসে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে তাঁকে দলে ফেরানোর কথা ঘোষণা করেছিল বিসিসিআই। কিন্তু সিরিজ শুরুর আগের দিন হঠাৎই জানানো হয়, নেট প্র্যাকটিসের সময় নাকি বল করতে গিয়ে স্বচ্ছন্দ বোধ করছিলেন না তিনি। 

Updated By: Feb 27, 2023, 12:19 PM IST
Jasprit Bumrah Injury: বড় ধাক্কা খেল টিম ইন্ডিয়া ও মুম্বই ইন্ডিয়ান্স, বিশ্বকাপের আগে মাঠেই নামতে পারবেন না বুমরা
মাঠে নামার ক্ষেত্রে জসপ্রীত বুমরার অপেক্ষা বাড়ছে। ফাইল চিত্র

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে বাকি দুই টেস্টে তাঁর খেলার কথা ছিল। তবে সেটা হচ্ছে না। চলতি বর্ডার গাভাসকর ট্রফির (Border Gavaskar Trophy 2023) বাকি দুই টেস্টের দলেও নেই জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। এদিকে ২০২৩ সালের অক্টোবর-নভেম্বর মাসে দেশের মাটিতে ৫০ ওভারের বিশ্বকাপ (ICC World Cup 2023) আয়োজিত হবে। এর আগে রয়েছে এশিয়া কাপ (Asia Cup 2023)। তবে বিশ্বকাপেই পুরো ফিট বুমরাকে চাইছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। আর তাই 'বুম বুম বুমরা'-কে আসন্ন আইপিএল (IPL 2023) ও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (World Test Championship Final 2023) খেলতে দেখা যাবে না। কারণ বিসিসিআই (BCCI) সূত্রের খবর, বুমরার চোট যথেষ্ট বড়। আর তাই এই জোরে বোলাকে মাঠে ফেরাতে আর তাড়াহুড়ো করতে চাইছেন না টিম ইন্ডিয়ার (Team India) অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। এই মুহূর্তে বেঙ্গালুরুর (Bengaluru) জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (National Cricket Academy) রিহ্যাব করছেন বুমরা। 

এই ইস্যু নিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্তা বলেন, "যতটা ভাবা গিয়েছিল, বুমরার চোট এর থেকেই অনেক বড়। ওর পুরো ফিট হতে আরও কয়েক মাস সময় লাগবে। তাই ওর ভবিষ্যতের কথা ভেবে এখনই মাঠে নামিয়ে দেওয়া সম্ভব নয়। আপাতত টিম ম্যানেজমেন্ট বিশ্বকাপে ওর সার্ভিস পেতে চাইছে।" 

আরও পড়ুন: Lionel Messi: ৭০০ গোল! চিরপ্রতিদ্বন্দ্বী রোনাল্ডোকে ছাপিয়ে যাওয়ার মুখে মেসি

আরও পড়ুন: Manchester United vs Newcastle: কাটল ট্রফির খরা! নিউ ক্যাসলকে হারিয়ে লিগ কাপ জয় ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের

সম্পূর্ণ ফিট বুমরা। এই ঘোষণা করেই গত মাসে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে তাঁকে দলে ফেরানোর কথা ঘোষণা করেছিল বিসিসিআই। কিন্তু সিরিজ শুরুর আগের দিন হঠাৎই জানানো হয়, নেট প্র্যাকটিসের সময় নাকি বল করতে গিয়ে স্বচ্ছন্দ বোধ করছিলেন না তিনি। তাই তাঁকে খেলানোর ঝুঁকি নেওয়া হয়নি। সেই সময় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের কথা মাথায় রেখেই তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছিল। তবে সেই উদ্দেশ্যও পূরণ হল না। সূত্রের খবর, পিঠের চোট সারিয়ে এখনও সম্পূর্ণ ম্যাচ ফিট নন বুমরাহ। আর তাই তাঁকে এখনও মাঠে নামানোর ঝুঁকি নেওয়া হল না।    

গত বছর জুলাই মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডসে ওডিআই পিঠে চোট পেয়েছিলেন বুমরা। এরপর থেকে মাঠের বাইরে তিনি। ফলে গত এশিয়া কাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপে পাওয়া যায়নি তাঁকে। যদিও গত সেপ্টেম্বর মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে বুমরাকে দলে নেওয়া হয়েছিল। কিন্তু একটি ম্যাচ খেলে আবার চোট পান তিনি। এরপর থেকে এনসিএ-তে সুস্থ হচ্ছেন বুমরা। কিন্তু তাঁর সুস্থ হতে আরও কিছু দিন লাগবে। তাই আইপিএল-এ তাঁর সার্ভিস পাবে না রোহিতের মুম্বই ইন্ডিয়ান্স। এহেন বুমরা কবে আবার মাঠে নামেন সেটাই দেখার। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.