কলকাতায় অনুষ্ঠিত হল দৃষ্টিহীন মহিলা ক্রিকেট টুর্নামেন্ট
নজির গড়ল ন্যাশনাল ক্রিকেট ক্লাব। এনসিসির উদ্যোগে প্রথমবার কলকাতায় অনুষ্ঠিত হল দৃষ্টিহীন মহিলা ক্রিকেট। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড দৃষ্টিহীণ ক্রিকেটকে বিশেষ গুরুত্ব দিলেও এখনও পর্যন্ত সিএবির অনুমোদিত কোনও দৃষ্টিহীণ ক্রিকেট টুর্নামেন্ট নেই। কিন্তু বাংলা থেকে দৃষ্টিহীণ ক্রিকেটার তোলার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে এনসিসি। তাদের উদ্যোগেই হয়ে গেল দৃষ্টিহীণ আন্তঃ স্কুল টুর্নামেন্ট। আর তারই সৌজন্যে প্রথমবার কলকাতার মাঠে খেলল মাসুরা খাতুনরা। তার চেয়েও বড় কথা আদুরিরা সৌরভ গাঙ্গুলির পুরনো ক্লাব রাজস্থানের মাঠে খেলতে পেরে গর্বিত। এদিন ফাইনালের শেষে ক্রিকেটারদের হাতে পুরস্কার তুলে দেন জগমোহন ডালমিয়ার কন্যা বৈশালি ডালমিয়া।
ব্যুরো: নজির গড়ল ন্যাশনাল ক্রিকেট ক্লাব। এনসিসির উদ্যোগে প্রথমবার কলকাতায় অনুষ্ঠিত হল দৃষ্টিহীন মহিলা ক্রিকেট। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড দৃষ্টিহীণ ক্রিকেটকে বিশেষ গুরুত্ব দিলেও এখনও পর্যন্ত সিএবির অনুমোদিত কোনও দৃষ্টিহীণ ক্রিকেট টুর্নামেন্ট নেই। কিন্তু বাংলা থেকে দৃষ্টিহীণ ক্রিকেটার তোলার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে এনসিসি। তাদের উদ্যোগেই হয়ে গেল দৃষ্টিহীণ আন্তঃ স্কুল টুর্নামেন্ট। আর তারই সৌজন্যে প্রথমবার কলকাতার মাঠে খেলল মাসুরা খাতুনরা। তার চেয়েও বড় কথা আদুরিরা সৌরভ গাঙ্গুলির পুরনো ক্লাব রাজস্থানের মাঠে খেলতে পেরে গর্বিত। এদিন ফাইনালের শেষে ক্রিকেটারদের হাতে পুরস্কার তুলে দেন জগমোহন ডালমিয়ার কন্যা বৈশালি ডালমিয়া।