Virat Kohli, Border Gavaskar Trophy 2023: প্যাট কামিন্সদের বিরুদ্ধে নামার আগে 'বিরাট' সমস্যায় কোহলি! কিন্তু কী হল?

Virat Kohli: সাড়ে তিন বছরের খরা কাটিয়ে সীমিত ওভারের ফরম্যাটে করেছেন শতরান। তবে টেস্ট ক্রিকেটে শতরান এখনও অধরা। সেই অধরা মাধুরীকে ধরতেই আসন্ন সিরিজে নামছেন বিরাট। শুরু করে দিয়েছেন তাঁর ব্যাটিং সাধনা। 

Updated By: Feb 7, 2023, 12:30 PM IST
Virat Kohli, Border Gavaskar Trophy 2023: প্যাট কামিন্সদের বিরুদ্ধে নামার আগে 'বিরাট' সমস্যায় কোহলি! কিন্তু কী হল?
ব্যাপক চিন্তায় বিরাট কোহলি! ফাইল চিত্র

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আর মাত্র কয়েক ঘণ্টা। তারপরেই শুরু হয়ে যাবে বহু প্রতীক্ষিত বর্ডার গাভাসকর ট্রফি (Border Gavaskar Trophy 2023)। প্যাট কামিন্সদের (Pat Cummins) বিরুদ্ধে নামার আগে বেজায় সমস্যায় পড়লেন বিরাট কোহলি (Virat Kohli)। কী সেই সমস্যা? সেটা নিজেই টুইট করে জানিয়ে দিলেন টিম ইন্ডিয়ার (Team India) প্রাক্তন অধিনায়ক। বিরাট জানিয়েছেন যে তাঁর নতুন মোবাইল খোয়া গিয়েছে। সদ্য কেনা ফোন খুলে দেখার আগেই হারিয়ে গিয়েছে বলে জানিয়েছেন তিনি। এবার মোবাইল হারিয়ে যাওয়া সত্যি নাকি বিরাট কোনও পাবলিসিটি স্টান্ট নিচ্ছেন, সেটা কিন্তু জানা যায়নি। 

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে নামার আগে নাগপুরে অনুশীলনে ব্যস্ত ভারতীয় দল। বিরাটও চুটিয়ে অনুশীলন করছেন। সেই প্রস্তুতির মাঝেই এমন খবর সবার সামনে আনলেন 'কিং কোহলি'। বিরাট টুইটারে লিখেছেন, 'নতুন ফোন খোলার আগেই খোয়া গেল! এর চেয়ে খারাপ আর কিছুই হতে পারে না ☹️। কেউ কি ফোনটা দেখেছেন?' নিজের সোশ্যাল মিডিয়াতে একাধিক বিজ্ঞাপনজনিত বার্তাও দিয়ে থাকেন বিরাট। তাই একাধিক নেটিজেনের দাবি, বিরাটের এই টুইট আবার বিজ্ঞাপনী চমকও হতে পারে।

আরও পড়ুন: Anil Kumble, IND vs PAK: জিম লেকারের পর দ্বিতীয় বোলার হিসেবে অনিল কুম্বলের ইতিহাস সৃষ্টি করার দিন

আরও পড়ুন: Border Gavaskar Trophy 2023:'36 all out'-এর ভিডিয়ো পোস্ট করে অজিদের মাইন্ড গেম শুরু

এদিকে সাড়ে তিন বছরের খরা কাটিয়ে সীমিত ওভারের ফরম্যাটে করেছেন শতরান। তবে টেস্ট ক্রিকেটে শতরান এখনও অধরা। সেই অধরা মাধুরীকে ধরতেই আসন্ন সিরিজে নামছেন বিরাট। শুরু করে দিয়েছেন তাঁর ব্যাটিং সাধনা। তবে শুধু ব্যাটিং নয়, বরাবরের মতো স্বাস্থসচেতন বিরাট জিমেও অনেকটা সময় কাটাচ্ছেন। ইনস্টাগ্রামে জিম করার সেই ভিডিয়ো পোস্ট করেছিলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক। 

১০৪ টেস্টে ৮১১৯ রান করা বিরাটের সেরা পারফরম্যান্স কিন্তু অজিদের বিরুদ্ধেই। এরমধ্যে ২০টি টেস্টে করেছিলেন ১৬৮২ রান। গড় ৪৮.০৫। সঙ্গে রয়েছে পাঁচটি অর্ধ শতরান ও সাতটি শতরান। ২০১৪ সালে মেলবোর্নে করেছিলেন ১৬৯ রান। তবে একইসঙ্গে অজিদের বিরুদ্ধে তাঁর শেষ টেস্ট ম্যাচে, দলের ৩৬ রানে অল আউট হয়ে যাওয়ার জ্বালাও রয়েছে। এখন আসন্ন সিরিজে তিনি কেমন পারফর্ম করেন সেটাই দেখার। এর আগে আবার বিরাটের ফোন খোয়া গেল! নাকি এটা পাবলিসিটি স্টান্ট! সেটা ক্রমশ প্রকাশ্য। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.