Tokyo 2020: নিশ্চিত হল ভারতের ব্রোঞ্জ পদক, ইতিহাস গড়লেন বক্সার Lovlina Borgohain
প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন চাইনিজ তাইপেইয়ের প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করলেন তিনি।
নিজস্ব প্রতিবেদন: Tokyo Olympics 2020-তে ভারতে দ্বিতীয় পদক জয় নিশ্চিত করলেন Lovlina Borgohain। Women's Welterweight (64-69) কেজি বক্সিং বিভাগে সেমি-ফাইনালে প্রবেশ করলেন তিনি। প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন চাইনিজ তাইপেই Chen Nien-কে পরাজিত করলেন Lovlina Borgohain। খেলার স্কোর ৪-১। ভারতের জন্য ব্রোঞ্জ পদক নিশ্চিত করলেন তিনি। মেরি কম ও বিজেন্দ্র সিংয়ের পর তিনিই তৃতীয় ভারতীয় বক্সার, যিনি অলিম্পিক্সে মেডেল জয় করলেন।
#TokyoOlympics | Boxing, Women's Welterweight (64-69kg), Quarterfinal 2: Lovlina Borgohain beats Chinese Taipei's Chin-Chen Nien 4-1, assured of a medal pic.twitter.com/gxKKQkZee0
— ANI (@ANI) July 30, 2021