তারদিলের জোড়া গোলে মেসিদের হারিয়ে আলোয় ফেরা জয় ব্রাজিলের
ব্রাজিল (২) আর্জেন্টিনা (০)
(তারদেলি- ২)
ওয়েব ডেস্ক: বিশ্বকাপের সেমিফাইনালে সাত গোল হজম করে হারের লজ্জার তিন মাস পর আলোয় ফিরল ব্রাজিল ফুটবল। চিনের বেজিংয়ে আয়োজিত প্রদর্শনী ম্যাচে আর্জেন্টিনাকে ২-০ গোলে হারিয়ে দিল ব্রাজিল। অ্যাথলেটিকো মাদ্রিদের অলরাউন্ডার ফুটবলার দিয়েগো তারদেলির দুরন্ত জোড়া গোলে মেসিদের হারিয়ে দিলেন নেইমাররা। পেনাল্টি নষ্ট করে ভিলেন বনে গেলেন মেসি। ম্যাচের দুই অর্ধে একটি করে গোল করেন তারদেলি। দুটি গোলের ক্ষেত্রেই ভুল ছিল আর্জেন্টিনার ডিফেন্ডারদের। ম্যাচের ২৮ মিনিটে প্পথম গোলটি করেন তারদেলি। এরপর ম্যাচের ৬৪ মিনিটে কর্নারে আর্জেন্টিনার ডিফেন্ডারদের ভুল বোঝাবুঝির সুযোগ নিয়ে দ্বিতীয় গোলটিও তিনি করেন।
১৮ মাস পর আন্তর্জাতিক ফুটবলে কামব্যাক করলেন কাকা। তারদেলির জায়গায় কোচ দুঙ্গা ম্যাচের ৮২ মিনিটে নামান কাকাকে। ম্যাচের একেবারে শেষে নেইমারকে তুলে রবিনহোকে নামানোর পর অধিনায়কের আর্মব্যান্ডও পরলেন কাকা। আক্রমণের ঝড় তুলেও নিজেদের ব্যর্থতায় ব্রাজিলের ডিফেন্স ভাঙতে পারেননি দি মারিয়া, মেসিরা। দু একবার ঝলক দেখানো ছাড়া মেসি ছিলেন নিষ্প্রভ। ম্যাচের ৪১ মিনিটে পেনাল্টিও নষ্ট করেন মেসি।
এদিকে, ইউরো কোয়ালিফাইং ম্যাচের খেলায় ফিফা র্যাঙ্কিংয়ে ১৩৭ নম্বরে থাকা কাজাকাস্তানের বিরুদ্ধে কোনওরকমে হারতে হারতে ৩-১ গোলে জিতল নেদারল্যান্ডস।