৭-১ গোলে হার এখন অতীত! নতুন করে শুরু করতে চান পাউলিনহো
চার বছর আগে কি হয়েছে, সেটা মনে না রেখে ফেডেরারের দেশের বিরুদ্ধে নতুন করে শুরু করতে চায় পাঁচবারের চ্যাম্পিয়নরা।
নিজস্ব প্রতিবেদন: ব্রাজিলের জার্সিতে খেলবে আর চাপ থাকবে না। তাই কখনও হয়। বিশ্বকাপ অভিযান শুরু করার আগে সোজাসাপটা বলছেন তারকা মিডফিল্ডার পাউলিনহো।
আরও পড়ুন- বিপ্লবের দেশে বন্দুকের নলে বিশ্বকাপ!
ঘরের মাঠে জার্মানির কাছে ১-৭ গোলের লজ্জার পর প্রথমবার বিশ্বকাপের মঞ্চে নামছে সেলেকাওরা। টিটের হাত ধরে যেন বদলে গেছে ব্রাজিল। ধারাবাহিকভাবে ভাল ফুটবল খেলছে তারা। ফ্রেড বাদ দিলে দলের সবাই ফিট। ফলে বিশ্বকাপ অভিযানের জন্য তাঁরা সঠিক ট্র্যাকে আছেন বলেই দাবি বার্সা মিডফিল্ডারের।
আরও পড়ুন- 'চুরি' গেল ব্রাজিলের প্রথম একাদশ
তাঁদের ওপর যে পাহাড় প্রমাণ প্রত্যাশার চাপ রয়েছে, সেটা মেনে নিয়ে পাউলিনহো বলছেন এটাই স্বাভাবিক। চার বছর আগে কি হয়েছে, সেটা মনে না রেখে ফেডেরারের দেশের বিরুদ্ধে নতুন করে শুরু করতে চায় পাঁচবারের চ্যাম্পিয়নরা।