জার্মানিকে সরিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে ব্রাজিল, ভারত ৯৭-এ

Updated By: Aug 10, 2017, 08:10 PM IST
জার্মানিকে সরিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে ব্রাজিল, ভারত ৯৭-এ
ছবিটি প্রতীকী

ওয়েব ডেস্ক: জার্মানিকে পিছনে ফেলে ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এল ব্রাজিল। বৃহস্পতিবার প্রকাশিত তালিকা অনুসারে একধাপ নেমে ভারত রয়েছে ৯৭তম স্থানে।

গত মাসেই ৯৬তম স্থানে উঠে তাক লাগিয়ে দিয়েছিলেন সুনীল ছেত্রীরা। কিন্তু গোটা মাসে কোনও আন্তর্জাতিক ম্যাচ না থাকায় পয়েন্টে কোনও হেরফের হয়নি তাদের। ওদিকে এর মধ্যে বেশ কয়েকটি জয় পেয়ে ৯৫তম স্থানে উঠে এসেছে কানাডা। ‌যার ফলে একটি স্থান নেমে গিয়েছে ভারত। ভারতের ৩৪১ পয়েন্ট নিয়ে এশিয়ার মধ্যে ১২ নম্বর স্থানে রয়েছে তারা।

আরও পড়ুন- শ্রীলঙ্কার বিরুদ্ধে টি ২০ ম্যাচে নেই কোহলি!

র‍্যাঙ্কিংয়ে ১ নম্বরে উঠে এসেছে নেইমারের ব্রাজিল। দ্বিতীয় জার্মানি। তৃতীয় স্থানে রয়েছে আর্জেন্তিনা। চারে সুইৎজারল্যান্ড। ১৯৯৪ সালের পর এটাই সুইৎজারল্যান্ডের সেরা র‍্যাঙ্কিং। বিশ্বকাপের ‌যোগ্যতাঅর্জন পর্বে পর পর জয় পেয়ে তিনে উঠে এসেছে তারা।

এক নজরে ফিফা র‍্যাঙ্কিং

১. ব্রাজিল

২. জার্মানি

৩. আর্জেন্তিনা

৪. সুইৎজারল্যান্ড

৫. পোল্যান্ড

৬. পর্তুগাল

৭. চিলে

৮. কলোম্বিয়া

৯. বেলজিয়াম

১০. ফ্রান্স

৯৭. ভারত

.