ICC: 'লড়াই চলবে...' আইসিসির যৌন ফতোয়ায় শেষ কেরিয়ার! অবসর প্রথম ট্রান্স ক্রিকেটারের

Canada's Danielle McGahey retires after ICC bans transgender cricketers: আইসিসির ফতোয়া শেষ করে দিল তাঁর কেরিয়ার! বিশ্বের প্রথম রূপান্তরকামী ক্রিকেটার লড়াইয়ের বার্তা দিয়েই ছাড়লেন ক্রিকেট

Updated By: Nov 22, 2023, 02:33 PM IST
ICC: 'লড়াই চলবে...' আইসিসির যৌন ফতোয়ায় শেষ কেরিয়ার! অবসর প্রথম ট্রান্স ক্রিকেটারের
হতাশ ড্য়ানিয়েল ম্যাকগহে

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আইসিসি-র (ICC) বোর্ড মিটিং হয়ে গেল আহমেদাবাদে। গত মঙ্গলবার ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা, সবরমতী নদীর ধারে একাধিক সিদ্ধান্ত নিয়েছে। যার মধ্য়ে ছিল মহিলা ক্রিকেটে রূপান্তরকামীদের খেলায় নিষেধাজ্ঞা। আইসিসি স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, পুরুষ থেকে মহিলায় রূপান্তরিত হওয়া কোনও ক্রিকেটারকে মহিলাদের ক্রিকেটে অংশ নিতে দেওয়া হবে না। আইসিসি এও বলে দিয়েছে যে,বয়ঃসন্ধিকালে পৌঁছনোর পর কোনও পুরুষের লিঙ্গ পরিবর্তনের জন্য় চিকিৎসা বা অস্ত্রোপচারকেও মান্যতা দেবে না আইসিসি। আরও সহজ করে বললে পুরুষের পক্ষে নির্দিষ্ট বয়সের পর লিঙ্গ পরিবর্তন করে মহিলাদের আন্তর্জাতিক ক্রিকেট খেলা যাবে না। এই সিদ্ধান্ত শোনার পরেই আন্তর্জাতিক ক্রিকেটকে অবসর জানালেন, বাইশ গজের প্রথম ট্রান্স ক্রিকেটার ড্য়ানিয়েল ম্যাকগহে (Daniele McGahey)।

আরও পড়ুন: KKR: 'বুকে আগুন জ্বলছে...'! শাহরুখের আস্থা সেই গম্ভীরেই, কলকাতায় ফিরলেন অধিনায়ক

বুক ভাঙা হৃদয়ে ড্য়ানিয়েল সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করেছেন। চলতি বছরের শুরুতেই ড্য়ানিয়েল ইতিহাস লিখেছিলেন। ২৯ বছরের অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত কানাডিয়ান ক্রিকেটার, প্রথম রূপান্তরকামী হিসেবে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছিলেন। ড্য়ানিয়েল লেখেন, 'সকালে উঠে আইসিসি-র সিদ্ধান্ত শুনে আমার হৃদয় ভেঙে গিয়েছে। আমার আন্তর্জাতিক ক্রিকেট শেষ হয়ে গেল। সকলকে আমার ধন্য়বাদ, যাঁরা আমাকে সমর্থন করেছেন। আমার সকল সতীর্থ থেকে প্রতিপক্ষ। এই ক্রিকেট সম্প্রদায় ও আমার স্পনসরদেরও ধন্য়বাদ। যদিও আমি আইসিসির সিদ্ধান্তের বিষয়ে আমার মতামত দিচ্ছি, জানি সেগুলি অপ্রাসঙ্গিক। আজ আইলসিসি লক্ষ লক্ষ ট্রান্স মহিলাদের কাছে বার্তা পাঠাল যে, আমাদের অস্তিত্ব নেই। আমি প্রতিজ্ঞা করছি যে, আমি আমাদের সকলের সাম্য়ের জন্য লড়াই চালিয়ে যাব। সর্বোচ্চ স্তরে ক্রিকেট খেলার অধিকার আমাদের প্রাপ্য। আমরা খেলার অখণ্ডতা বা নিরাপত্তা আমাদের জন্য় সমস্য়াদায়ক নয়।' আইসিসি জানিয়েছে যে, তারা এই সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক মহিলা ক্রিকেটের অখণ্ডতা এবং খেলোয়াড়দের নিরাপত্তা রক্ষা করতেই।

ড্য়ানিয়েল ১৯৯৪ সালের ১৪ এপ্রিল জন্মগ্রহণ করেন অস্ট্রেলিয়ায়। ক্রিকেট নিয়ে বরাবরই আবেগি। ২০২০ সালে তিনি অস্ট্রেলিয়া থেকে কানাডায় চলে আসেন। ২০২১ সালে তাঁর রূপান্তরকামী হওয়ার মেডিক্য়াল প্রক্রিয়া শুরু হয়। ঘরোয়া ক্রিকেটে নিজের জাত চিনিয়ে ছিলেন ড্য়ানিয়েল। চলতি বছর মহিলাদের টি-২০ জাতীয় চ্য়াম্পিয়নশিপে দুরন্ত ব্য়াটিং করেছিলেন। তিন ইনিংসে ২৩৭ রান করেছিলেন। টুর্নামেন্টের একমাত্র সেঞ্চুরি আসে তাঁর ব্য়াট থেকেই। আগামী বছর মহিলাদের টি-২০ বিশ্বকাপের কোয়ালিফায়ার ম্য়াচে, কানাডার হয়ে খেলেই ইতিহাস লেখেন ড্য়ানিয়েল। ড্য়ানিয়েল ৬টি আন্তর্জাতিক টি-২০ ম্য়াচে ১১৮ রান করেছেন।

 আরও পড়ুন: Sri Lanka: বিশ্বকাপের আয়োজক নয় দ্বীপরাষ্ট্র! গুরুদায়িত্ব কেড়েও স্বস্তি দিল আইসিসি

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.