বর্ডার ক্রস করলেন ক্যাপ্টেন কোহলি

দক্ষিণ আফ্রিকায় ১৪টি ইনিংসে ৮৭১ রান করেছেন অধিনায়ক বিরাট কোহলি। এই সফরে ৪টি সেঞ্চুরি ও ২টি হাফ সেঞ্চুরি করে বিরাটের ব্যাটিং গড় ৭৯.১৮।

Updated By: Feb 27, 2018, 01:17 PM IST
বর্ডার ক্রস করলেন ক্যাপ্টেন কোহলি
ছবি- টুইটার

নিজস্ব প্রতিবেদন: দক্ষিণ আফ্রিকা সফরে একের পর এক রেকর্ড ভেঙেছেন, আবার নতুন মাইলস্টোন গড়েছেন ব্যাটসম্যান বিরাট কোহলি। সদ্য সমাপ্ত দক্ষিণ আফ্রিকা সফর শেষে বর্ডার ক্রস করলেন ক্যাপ্টেন কোহলি।

আরও পড়ুন- ধোনি-কোহলি দু'জনকে ছাড়া শেষ কবে খেলেছে ভারত?

দক্ষিণ আফ্রিকায় ১৪টি ইনিংসে ৮৭১ রান করেছেন অধিনায়ক বিরাট কোহলি। এই সফরে ৪টি সেঞ্চুরি ও ২টি হাফ সেঞ্চুরি করে বিরাটের ব্যাটিং গড় ৭৯.১৮। গোটা সফরে দুরন্ত ব্যাটিংয়ের সৌজন্যে এবার প্রাক্তন অজি অধিনায়ক অ্যালান বর্ডারকে টপকে গেলেন অধিনায়ক কোহলি। ১৯৮৫ সালে ইংল্যান্ড সফরে ১৪টি ইনিংসে ৭৮৫ রান করেছিলেন তত্কালীন অজি অধিনায়ক বর্ডার। অধিনায়ক হিসেবে কোনও সফরে সবচেয়ে বেশি রান করার তালিকায় অবশ্য দু'নম্বরে রয়েছেন ভারত অধিনায়ক কোহলি।

বিদেশে সফরে অধিনায়ক হিসেবে বেশি রান
১. ইংল্যান্ডের বিরুদ্ধে গ্রেম স্মিথ - ১৬ ইনিংস- ৯৩৭ রান
২. দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিরাট কোহলি -১৪ ইনিংস- ৮৭১ রান
৩. ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যালান বর্ডার - ১৪ ইনিংস - ৭৮৫ রান
৪.  ভারতের বিরুদ্ধে অ্যালিস্টার কুক- ১৩ ইনিংস - ৭৬৯ রান

এই তালিকায় এক নম্বরে রয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক গ্রেম স্মিথ। ২০০৩ সালে ইংল্যান্ড সফরে ১৬টি ইনিংসে ৯৭৩ রান করেছিলেন তত্কালীন প্রোটিয়া অধিনায়ক।

খেলার খবর জানতে দেখুন স্পোর্টস ২৪, রাত ৮ টা ৪০ মিনিটে। শুধুমাত্র ২৪ ঘণ্টায় 

.