CFL 2019: কলকাতা লিগের ফয়সালা পুজোর পরে?

পয়লা অক্টোবর থেকে পনেরোই অক্টোবর পর্যন্ত ময়দান বন্ধ থাকে।

Updated By: Sep 30, 2019, 11:41 PM IST
CFL 2019: কলকাতা লিগের ফয়সালা পুজোর পরে?

নিজস্ব প্রতিবেদন :  ২০১৯ সালের ঘরোয়া লিগের ফয়সালা আপাতত বিশ বাঁও জলে। পুজোর পর হতে পারে ইস্টবেঙ্গলের শেষ ম্যাচ। ফলে ইতিহাস গড়ার জন্য অপেক্ষা আরও বাড়তে চলেছে পিয়ারলেসের।

 

 সোমবার দিনভর ইস্টবেঙ্গল-কাস্টমসের পরিত্যক্ত ম্যাচ করার জন্য চেষ্টা চালিয়ে যান আইএফএ কর্তারা। কিন্তু পয়লা অক্টোবর থেকে পনেরোই অক্টোবর পর্যন্ত ময়দান বন্ধ থাকে। যুবভারতীতে পুজোর আগে ম্যাচ করা যাবে না। বিকল্প একমাত্র কল্যাণী। সেখানে ম্যাচ করার জন্য পুলিসের সঙ্গে দফায় দফায় আলোচনা করেন আইএফএ কর্তারা। প্রয়োজনে পঞ্চমীর দিনও ইস্টবেঙ্গলের ম্যাচ করে লিগের ফয়সালা করতে তৈরি রাজ্য ফুটবল সংস্থা।

আরও পড়ুন - হাসির খোরাক! রান আউট করতে গিয়ে খুলে গেল প্যান্ট

তবে একান্ত না হলে পুজোর পর ফয়সালা হবে ঘরোয়া লিগের। ১১ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে পিয়ারলেস। ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন হতে গেলে শেষে ম্যাচে কাস্টমসের বিরুদ্ধে শুধু জিতলেই হবে না। সাত গোলের ব্যবধানে জিততে হবে। নচেত একষট্টি বছর পর নতুন ইতিহাস গড়বে পিয়ারলেস। ১৯৫৮ সালে ইস্টার্ন রেল লিগ চ্যাম্পিয়ন হওয়ার ৬১ বছর পর তিন প্রধানের বাইরে লিগ চ্যাম্পিয়ন হবে পিয়ারলেস।
 

Tags:
.