কুড়ির ক্রিকেটে বর্ষসেরা পারফর্ম্যান্সের পুরস্কার চহলের
২০১৬ সালে বর্ষসেরা পারফর্ম্যান্সের খেতাব জিতেছিলেন ক্যারিবিয়ান তারকা কার্লোস ব্র্যেথওয়েট। উল্লেখ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ইডেনে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ওভারে ব্র্যেথওয়েটের ৪ ছক্কা বিশ্ব চ্যাম্পিয়ন করেছিল ওয়েস্ট ইন্ডিজকে।
নিজস্ব প্রতিবেদন: ২০১৬-র জুন মাসে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক। বছর ঘুরতেই বিশ্বমঞ্চে নজর কাড়লেন ২৭ বছর বয়সী লেগ স্পিনার যুজবেন্দ্র চহল। ২০১৭-য় বর্ষে কুড়ির ক্রিকেটে সেরা পারফর্ম্যান্সের খেতাব জিতলেন তিনি।
আরও পড়ুন- বাজিগর! হারের পরও বর্ষসেরা বিরাটই
ইংল্যান্ডের বিরুদ্ধে ২৫ রান দিয়ে ৬ উইকেট নেন চহল। তাঁর এই পারফর্ম্যান্সই বর্ষসেরার স্বীকৃতি দিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। টি-টোয়েন্টির ইতিহাসে এটাই কোনও ভারতীয় বোলারের সেরা রেকর্ড। চহলের আগে জিম্বাবোয়ে (৬/৮) এবং অস্ট্রেলিয়ার (৬/১৬) বিরুদ্ধে ৬ উইকেট তুলে এমনই বিশ্ব নজির গড়েছিলেন শ্রীলঙ্কার ক্যারাম স্পিনার অজন্তা মেন্ডিস।
আরও পড়ুন- আইপিএলের পর আই-লিগেও কালি! ম্যাচ গড়াপেটার জন্য ৩০ লাখের প্রলোভন দুই ফুটবলারকে
ইংল্যান্ডের বিরুদ্ধে নজরকাড়া পারফর্ম্যান্সের পর যুজবেন্দ্র চহলকে নিয়ে ভারত অধিনায়ক বিরাট কোহলি বলেছিলেন, "আমি ওর ওপর ভরসা করি। ও (চাহাল) খুব আত্মবিশ্বাসী।"
২০১৬ সালে বর্ষসেরা পারফর্ম্যান্সের খেতাব জিতেছিলেন ক্যারিবিয়ান তারকা কার্লোস ব্র্যেথওয়েট। উল্লেখ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ইডেনে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ওভারে ব্র্যেথওয়েটের ৪ ছক্কা বিশ্ব চ্যাম্পিয়ন করেছিল ওয়েস্ট ইন্ডিজকে।