চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি জেনে নিন

সুইজারল্যান্ডে হল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ড্র। কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে মুখোমুখি বায়ার্ন মিউনিখ এবং রিয়াল মাদ্রিদ। বার্সেলোনাকে খেলতে হবে জুভেন্টাসের বিরুদ্ধে।বার্সেলোনা নাকি রিয়াল মাদ্রিদ । বার্য়ান মিউনিখ নাকি অ্যাথলেটিকো মাদ্রিদ । কে হবে ইউরোপের সেরা দল । দু ধাপে ইউরোপের সেরা আটটি ক্লাব নকআউট পর্যায়ে পরস্পর পরস্পরের মুখোমুখি হচ্ছে । কে কার মুখোমুখি হবে তা ঠিক করতে শুক্রবার সুইজারল্যান্ডের  নিঁয়তে হল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ড্র । বিশ্ব ফুটবল মনে করছে সবচেয়ে আকর্ষনীয় ম্যাচটি হতে চলেছে পাঁচ বার উয়েফা চ্যাম্পিয়ন বার্য়ান মিউনিখের সাথে এগারো বার  উয়েফা চ্যাম্পিয়ন  রিয়াল মাদ্রিদের ম্যাচটি ।  খাতায় কলমে অপেক্ষাকৃত সহজ ম্যাচ খেলতে হবে বার্সেলোনাকে । বার্সার প্রতিপক্ষ জুভেন্টাস ।  এক নজরে দেখে নেব উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়াটার ফাইনালে  কে কার মুখোমুখি হবে ।

Updated By: Mar 18, 2017, 08:41 AM IST
চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি জেনে নিন

ওয়েব ডেস্ক: সুইজারল্যান্ডে হল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ড্র। কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে মুখোমুখি বায়ার্ন মিউনিখ এবং রিয়াল মাদ্রিদ। বার্সেলোনাকে খেলতে হবে জুভেন্টাসের বিরুদ্ধে।বার্সেলোনা নাকি রিয়াল মাদ্রিদ । বার্য়ান মিউনিখ নাকি অ্যাথলেটিকো মাদ্রিদ । কে হবে ইউরোপের সেরা দল । দু ধাপে ইউরোপের সেরা আটটি ক্লাব নকআউট পর্যায়ে পরস্পর পরস্পরের মুখোমুখি হচ্ছে । কে কার মুখোমুখি হবে তা ঠিক করতে শুক্রবার সুইজারল্যান্ডের  নিঁয়তে হল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ড্র । বিশ্ব ফুটবল মনে করছে সবচেয়ে আকর্ষনীয় ম্যাচটি হতে চলেছে পাঁচ বার উয়েফা চ্যাম্পিয়ন বার্য়ান মিউনিখের সাথে এগারো বার  উয়েফা চ্যাম্পিয়ন  রিয়াল মাদ্রিদের ম্যাচটি ।  খাতায় কলমে অপেক্ষাকৃত সহজ ম্যাচ খেলতে হবে বার্সেলোনাকে । বার্সার প্রতিপক্ষ জুভেন্টাস ।  এক নজরে দেখে নেব উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়াটার ফাইনালে  কে কার মুখোমুখি হবে ।

আরও পড়ুন রাঁচি টেস্ট স্মরণীয় হয়ে থাকবে গ্লেন ম্যাক্সওয়েলের কাছে

অ্যাটলেটিকো মাদ্রিদ  বনাম  লেস্টার সিটি
বোরুশিয়া ডর্টমুন্ড  বনাম  এএস মোনাকো
বায়ার্ন মিউনিখ  বনাম  রিয়াল মাদ্রিদ
জুভেন্টাস বনাম বার্সেলোনা

উয়েফাচ্যাম্পিয়ন্স লিগের  দু ধাপের কোয়াটার ফাইনালের প্রথম ধাপের খেলা ১১ আর ১২ এপ্রিল এবং দ্বিতীয় ধাপের খেলা ১৮ আর ১৯ এপ্রিল ।

আরও পড়ুন  রাঁচিতে মাইকেল ক্লার্ককে টপকে গেলেন স্টিভেন স্মিথ

.