৬-০ শূন্য গোলে জয় চেলসির
Updated By: Sep 14, 2017, 10:05 AM IST
![৬-০ শূন্য গোলে জয় চেলসির ৬-০ শূন্য গোলে জয় চেলসির](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/09/14/93532-chelsea.jpg)
ব্যুরো: বড় ব্যবধানে জিতে চ্যাম্পিয়ন্স লিগ অভিযান শুরু করল চেলসি। কারাব্যাগকে ছয়-শূন্য গোলে হারিয়ে দেন ব্লুজরা। প্রথমার্ধেই দুগোলে এগিয়ে যায় চেলসি। দলের হয়ে গোল করেন পেড্রো রড্রিগেজ এবং ডেভিড জাপাকোস্টা। এবছরই চেলসিতে সই করেছেন ডেভিড। দ্বিতীয়ার্ধে সিজার আজপিলিকুয়েটা এবং টিমো বাকায়োকো চেলসির হয়ে গোল করে জয় নিশ্চিত করে ফেলেন। অবশ্য এখানেই থামতে চাননি চেলসি ফুটবলাররা। আরও গোলের জন্য প্রতিপক্ষের রক্ষণের উপর ক্রমাগত চাপ বাড়াতে থাকেন তারা। ফলে চাপে পড়ে একটি আত্মঘাতী গোল করে কারাব্যাগ। ম্যাচের শেষ দিকে চেলসির হয়ে আরও একটি গোল করেন মিচি বাতশুয়াই।