মাঠে বস অধিনায়ক কিন্তু দল নির্বাচনের ক্ষেত্রে? জানুন এর উত্তরে কী বললেন প্রসাদ

Updated By: Aug 1, 2017, 12:55 PM IST
মাঠে বস অধিনায়ক কিন্তু দল নির্বাচনের ক্ষেত্রে? জানুন এর উত্তরে কী বললেন প্রসাদ

ওয়েব ডেস্ক: ভারতীয় ক্রিকেট দলের নির্বাচকদের প্রধান হিসেবে এক বছর পূর্ণ করলেন এমএসকে প্রসাদ। দেশের হয়ে ছ'টি টেস্ট এবং ১৭টি একদিনের ম্যাচ খেলা প্রসাদের কেমন হল নির্বাচক প্রধান হিসেবে অভিজ্ঞতা? এরকমই অনেক প্রশ্নের উত্তর সম্প্রতি উইজডেনকে দিয়েছেন স্বয়ং এমএসকে প্রসাদ। পরিষ্কার করে দিয়েছেন, মাঠের মধ্যে বস হতে পারেন অধিনায়ক। কিন্তু দল নির্বাচনে তাঁরা মানে, নির্বাচকরাই শেষ কথা। সে তো বলতেই পারেন। কারণ, তাঁর আমলেই, যুবরাজ সিং, গৌতম গম্ভীর, পার্থিব প্যাটেল, দীনেশ কার্তিক এবং অভিনব মুকুন্দরা ফের জাতীয় দলে ফিরেছেন।

আরও পড়ুন বার্সেলোনা ছাড়ার প্রস্তুতি নিতে শুরু করলেন নেইমার

প্রসাদ বলেছেন, 'অনেকই ভাবেন, এই দলটা বোধ হয় মাহির বেঁছে নেওয়া কিংবা বিরাটের বেঁছে নেওয়া। কিন্তু এটা সত্যি নয়। আমাদের মিটিংয়ে যখন অধিনায়ক উপস্থিত থাকে, তখন সে অধিনায়ক হিসেবেই থাকে। দল নির্বাচনটা আমাদের কাজ। আমরাই করি। তবে, মাহি এবং বিরাট আমাদের কাজকে অবশ্যই সুবিধা করে দেয় বা তরান্বিত করে। ওরা ওদের পছন্দ, অপছন্দের কথা বলে। আসলে ওদের কাছে, অনেক অপশন থাকে। অপশন থাকে আমাদের কাছেও। এর ফলে দল নির্বাচনটাও ভাল হয়।' আপাতত, এমএসকে প্রসাদের লক্ষ্য একটাই। ২০১৯-এর বিশ্বকাপের আগে একটা দুর্দান্ত ভারতীয় দল তৈরি করে ফেলা।

আরও পড়ুন  বার্সেলোনা ছেড়ে ম্যাঞ্চেষ্টার সিটিতে যোগ দিতে চেয়েছিলেন লিওনেল মেসি!

.