আক্রমণাত্মক ব্যাগি গ্রিন কালচারটাই ছিল না ক্লার্কের: জন বুকানন

অবসর ঘোষণা করেও অব্যাহতি নেই মাইকেল ক্লার্কের। ব্যাগি গ্রিন ড্রেসিংরুমের কালচারকে পাত্তা না দিয়ে কাঠগড়ায় অস্ট্রেলিয়ার এই অধিনায়ক। প্রশ্ন উঠেছে মাঠের মধ্যে অসিদের অভব্যতামিকে প্রশয় দেননি বলেই কী ক্লার্কের এত সমালোচনা হচ্ছে? সরাসরি উত্তর না পাওয়া গেলেও নিন্দুকদের বক্তব্য সেটাকেই সায় দিচ্ছে। অন্তত ম্যাথু হেডেন,জাস্টিন ল্যাঙ্গাররা যেভাবে ক্লার্কের নেতৃত্বের সমালোচনা করেছেন তাতে পরিস্কার ব্যাগি গ্রিনের স্বভাবসিদ্ধ কালচারই ছিল না তার সময়ে। তাদের পাশে দাঁড়িয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন কোচ জন বুকানন। তিনি তো আবার সরাসরি বলে বসেছেন ক্লার্কের সময়ে না কি স্টিভ ওয়া, অ্যাডাম গিলক্রিস্ট,রিকি পন্টিংয়ের সময়কার আক্রমণাত্মক ব্যাগি গ্রিন কালচারটাই উধাও হয়ে গিয়েছিল । বুকানন বলেন তিনি কোচ থাকাকালিন দেখতেন হেডেন আর ল্যাঙ্গার ড্রেসিংরুমের কোনে বসে ক্লার্ককে বোঝাতে চাইতেন তারা কি করতে চাইছেন। কিন্তু তার প্রতিফলন মাঠে পাওয়া যেত না। বুকাননের অভিযোগ হয় ক্লার্ক বিষয়টি বুঝতেন না অথবা বুঝতে চাইতেন না।

Updated By: Aug 12, 2015, 06:15 PM IST
আক্রমণাত্মক ব্যাগি গ্রিন কালচারটাই ছিল না ক্লার্কের: জন বুকানন

ব্যুরো: অবসর ঘোষণা করেও অব্যাহতি নেই মাইকেল ক্লার্কের। ব্যাগি গ্রিন ড্রেসিংরুমের কালচারকে পাত্তা না দিয়ে কাঠগড়ায় অস্ট্রেলিয়ার এই অধিনায়ক। প্রশ্ন উঠেছে মাঠের মধ্যে অসিদের অভব্যতামিকে প্রশয় দেননি বলেই কী ক্লার্কের এত সমালোচনা হচ্ছে? সরাসরি উত্তর না পাওয়া গেলেও নিন্দুকদের বক্তব্য সেটাকেই সায় দিচ্ছে। অন্তত ম্যাথু হেডেন,জাস্টিন ল্যাঙ্গাররা যেভাবে ক্লার্কের নেতৃত্বের সমালোচনা করেছেন তাতে পরিস্কার ব্যাগি গ্রিনের স্বভাবসিদ্ধ কালচারই ছিল না তার সময়ে। তাদের পাশে দাঁড়িয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন কোচ জন বুকানন। তিনি তো আবার সরাসরি বলে বসেছেন ক্লার্কের সময়ে না কি স্টিভ ওয়া, অ্যাডাম গিলক্রিস্ট,রিকি পন্টিংয়ের সময়কার আক্রমণাত্মক ব্যাগি গ্রিন কালচারটাই উধাও হয়ে গিয়েছিল । বুকানন বলেন তিনি কোচ থাকাকালিন দেখতেন হেডেন আর ল্যাঙ্গার ড্রেসিংরুমের কোনে বসে ক্লার্ককে বোঝাতে চাইতেন তারা কি করতে চাইছেন। কিন্তু তার প্রতিফলন মাঠে পাওয়া যেত না। বুকাননের অভিযোগ হয় ক্লার্ক বিষয়টি বুঝতেন না অথবা বুঝতে চাইতেন না।

.