BJP-কে সমর্থন না করায় বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে বাতিল ধোনি! বিস্ফোরক কংগ্রেস নেতা
ধোনির বাদ পড়ার পিছনে সত্যিই কি বিজেপির হাত রয়েছে?
নিজস্ব প্রতিবেদন: কেন্দ্রে ক্ষমতায় থাকা বিজেপি সরকারকে ঝাড়খণ্ড নির্বাচনে সমর্থন না করায় নাকি বিসিসিআই-এর সেন্ট্রাল কনট্র্যাক্ট থেকে বাদ পড়েছেন মহেন্দ্র সিং ধোনি। এমনই বিস্ফোরক অভিযোগ আনলেন কংগ্রেস নেতা শাকিল আহমেদ। তিনি প্রশ্ন তুলেছেন, ধোনির বাদ পড়ার পিছনে সত্যিই কি বিজেপির হাত রয়েছে? যদি তেমনটা হয় তাহলে এর চেয়ে লজ্জার আর কিছুই হতে পারে না।
কংগ্রেস নেতা শাকিল আহমেদ টুইটারে লেখেন, "দেশকে বিশ্বকাজ জেতানো এবং অনেক সাফল্য এনে দেওয়া ধোনিকে কেন্দ্রীয় চুক্তি থেকে বাতিল করা হয়েছে শুধুমাত্র বিজেপি-কে সমর্থন না করার জন্য। এটা হলে এর থেকে লজ্জাজনক কিছু হতে পারে না।"
क्या यह सही है कि देश के लिये विश्व कप जीतने के साथ साथ अनेको उपलब्धियाँ हासिल करने वाले महेन्द्र सिंह धोनी का अनुबंध भारतीय क्रिकेट कंट्रोल बोर्ड ने केवल इस लिये रद्द कर दिया कि उन्होंने झारखंड चुनाव के समय भाजपा मे शामिल होने या प्रचार करने से इनकार कर दिया था?
हाँ, तो शर्मनाक। pic.twitter.com/uKOagIAd9t
— Shakeel Ahmad (@Ahmad_Shakeel) January 18, 2020
আসলে ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনের আগে ধোনিকে দলে টানার জন্য বিজেপি-র শীর্ষনেতৃত্ব যোগাযোগ করে। এমএসডি-তাতে রাজি না হলে তাঁকে বিজেপি-র হয়ে প্রচারের জন্য অনুরোধ করা হয়। কিন্তু সেই প্রস্তাবেও সায় দেননি মাহি। পাশাপাশি বোর্ডের সচিব পদে বসেছেন অমিত শাহ-র ছেলে জয় শাহ। তার পর থেকেই সরব কংগ্রেস। এবার বোর্ডের সেন্ট্রান কনট্র্যাক্ট থেকে ধোনির বাদ পড়ায় স্টেপ আউট করে খেললেন শাকিল আহমেদ।
আরও পড়ুন - ২০২১ সালের আইপিএলেও ধোনিকে ধরে রাখবে চেন্নাই: এন শ্রীনিবাসন