সুয়ারেজকে ছাড়াই জামাইকের বিরুদ্ধে কোপা অভিযান শুরু করবে উরুগুয়ে

তারকা স্ট্রাইকার লুই সুয়ারেজকে ছাড়াই আজ রাতে কোপা আমেরিকা অভিযান শুরু করছে উরুগুয়ে। গতবারের চ্যাম্পিয়ন দলের গুরুত্বপূর্ণ চার সদস্যই নেই এবারের উরুগুয়ে দলে।

Updated By: Jun 13, 2015, 03:33 PM IST
সুয়ারেজকে ছাড়াই জামাইকের বিরুদ্ধে কোপা অভিযান শুরু করবে উরুগুয়ে

ওয়েব ডেস্ক: তারকা স্ট্রাইকার লুই সুয়ারেজকে ছাড়াই আজ রাতে কোপা আমেরিকা অভিযান শুরু করছে উরুগুয়ে। গতবারের চ্যাম্পিয়ন দলের গুরুত্বপূর্ণ চার সদস্যই নেই এবারের উরুগুয়ে দলে।

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন ফোরল্যান। আর চোটের কারণে নেই দিয়েগো লুগানো, মার্টিন ক্যাকারাস আর সেবাস্তিয়ান আবরিউ। তবে এদের থেকেও উরুগুয়ে শিবিরে বড় ধাক্কা বোধ হয় দুরন্ত ফর্মে থাকা সুয়ারেজের অনুপস্থিতি। সমস্যা থাকলেও প্রথম ম্যাচে জামাইকার বিরুদ্ধে সেরাটা উজাড় করে দিতে মরিয়া গতবারের চ্যাম্পিয়নরা। পরের ম্যাচেই উরুগুয়ের প্রতিপক্ষ আর্জেন্টিনা। মেসিদের মোকাবিলা করার আগে তিন পয়েন্ট পেতে মরিয়া উরুগুয়ে। সুয়ারেজের অনুপস্থিতিতে উরুগুয়ের সবার চোখ প্যারিস সেন্ট জার্মেইনের তারকা স্ট্রাইকার এডিলসন ক্যাভানির দিকে। প্রথমবার কোপা আমেরিকায় খেলা জামাইকার ভরসা ইপিএলে খেলা একঝাঁক ফুটবলার। দুই দলের তিনবারের সাক্ষাতে দুবারই জিতেছে উরুগুয়ে। পরিসংখ্যান যাই হোক না কেন জামাইকার জার্মান কোচ সাফ জানাচ্ছেন তাদের হালকাভাবে নিলে পস্তাতে হতে পারে উরুগুয়েকে।

.