কোপা জিততে না পেরে টুর্নামেন্টে সেরার পুরস্কার নিলেন না মেসি, দাবি আর্জেন্টিনা মিডিয়ার
কোপা আমেরিকার প্রথম ম্যাচে প্যারাগুয়ের বিরুদ্ধে পয়েন্ট নষ্ট করার পর ম্যাচের সেরা পুরস্কার নিতে চাননি লিওনেল মেসি। শনিবার ফাইনালে হারের পর হতাশ এলএম টেন কি টুর্নামেন্টে সেরার পুরস্কারও নিতে চাননি? তাই কি কোপার উদ্যোক্তারা সেরা ফুটবলারের ট্রফি কারোর হাতে তুলে দেননি?
ব্যুরো: কোপা আমেরিকার প্রথম ম্যাচে প্যারাগুয়ের বিরুদ্ধে পয়েন্ট নষ্ট করার পর ম্যাচের সেরা পুরস্কার নিতে চাননি লিওনেল মেসি। শনিবার ফাইনালে হারের পর হতাশ এলএম টেন কি টুর্নামেন্টে সেরার পুরস্কারও নিতে চাননি? তাই কি কোপার উদ্যোক্তারা সেরা ফুটবলারের ট্রফি কারোর হাতে তুলে দেননি?
আর্জেন্টিনা মিডিয়ার খবর অন্তত তাই। বিশ্বকাপের পর কোপা আমেরিকা হাতছাড়া হওয়ার আক্ষেপ মেসির চোখে মুখে ছিল স্পষ্ট। আর্জেন্টিনা মিডিয়ার খবর অনুযায়ী ফাইনালে হারের পর কর্তাদের মেসি বলেন যে তিনি টুর্নামেন্টের সেরার পুরস্কার নেবেন না। এরপর ছবিতে স্পষ্ট দেখা যায় উদ্যোক্তার মধ্যে থেকে একজন এই পুরস্কারের ট্রফিটা সরিয়ে নিচ্ছেন। সদ্য শেষ হওয়া কোপায় প্যারাগুয়ের বিরুদ্ধে ম্যাচ ছাড়া কখনোই নিজের মেজাজে পাওয়া যায়নি ফুটবলের যুবরাজকে। মেগা ফাইনালেও পার্থক্য গড়তে পারেননি মেসি।