Copa America: জয়ের ধারায় ধাক্কা! Ecuador এর বিরুদ্ধে ড্র করেও গ্রুপ শীর্ষে Brazil

 ইকুয়েডরের ঝুলিতে ৩ পয়েন্ট

Updated By: Jun 28, 2021, 07:44 AM IST
Copa America: জয়ের ধারায় ধাক্কা! Ecuador এর বিরুদ্ধে ড্র করেও গ্রুপ শীর্ষে Brazil

নিজস্ব প্রতিবেদন: সব মিলিয়ে টানা ১০টি ম্যাচে জয়ের ধারা অব্যাহত রাখলেও এই প্রথম ১১তম ম্যাচে ইকুয়েডরের (ECUADOR) কাছে ধাক্কা খেল ব্রাজিল (Brazil)। কোপা আমেরিকা  (Copa Amnerica) গ্রুপ পর্বে টানা তিন জয়ে নিশ্চিত হয়েছে পরের রাউন্ড। কিন্তু সোমবার ভোরে গোইয়ানিয়ার মাঠে ইকুয়েডরের বিরুদ্ধে ১-১ ড্র করেছে নেইমারের দল। যদিও ৪ ম্যাচে ১০ পয়েন্ট সংগ্রহ করে গ্রুপ শীর্ষেই রয়েছে তাঁরা। এদিকে ইকুয়েডরের ঝুলিতে ৩ পয়েন্ট।  

প্রথামার্ধের ৩৭ মিনিটে কর্নার থেকে এগিয়ে যায় ব্রাজিল। এভারটনের নিখুঁত ডেলিভারি থেকে দারুণ হেডে জাল প্রথম গোল করেন রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার এডার মিলিটাও। প্রথমার্ধেই ঘটে দুর্ঘটনাও। ইকুয়েডরের ওপর চাপ বাড়ানোর চেষ্টা করছিল ব্রাজিল। ঠিক এমন সময় ইকুয়েডরের ফুটবলার মোজেস কাইস্যাডো বল দখলের লড়াইয়ে চোট পান। মাত্র ১৯ বছর বয়সি এই ফুটবলারের চোট গুরুতর ছিল বলেই মনে করা হচ্ছে। স্ট্রেচারে শুয়ে মাঠ ছাড়েন তিনি।

আরও পড়ুন: Euro 2020 থেকে বিদায় Ronaldo-র, Portugal-কে হারিয়ে শেষ আটে Belgium

দ্বিতীয়ার্ধের শুরুতেই আক্রমণাত্মক হয় ইকুয়েডর। ৫৩ মিনিটে দুর্দান্ত গোল করে খেলায় সমতা আনেন অ্যাঞ্জেল মেনা। কর্নারের পর ব্রাজিলের গোলকিপা চেষ্টা করেও সাফল্য পাননি। বল ঘুরে আবার তাদের ডি-বক্সে পৌঁছে যায়। এরপর এন্নার ভ্যালেন্সিয়ার হেডে বল পেয়ে অ্যালিসনকে পরাস্ত করেন মেনা। তবে এরপর আর সুযোগ করে উঠতে পারেনি দুই দলই। তবে আজকের ম্যাচে ব্রাজিলকে ড্র তে নামিয়ে বি গ্রুপের চতুর্থ স্থানে টিকে রইল ইকুয়েডর। অন্যদিকে ২ পয়েন্ট নিয়ে কোপার আসর থেকে বিদায় নিল গ্রুপর তলানিতে থাকা ভেনেজুয়েলা।  

আরও পড়ুন: ISL 2021: এবার কি ক্রোট কিংবদন্তি Mario Mandzukic কে নিতে চলেছে ATKMB ?

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.