করোনা মোকাবিলায় কোটি টাকার সাহায্য ভারতীয় অলিম্পিক সংস্থার

করোনা ভাইরাসের বিরুদ্ধে আমরাও দেশের পাশে থাকতে চাই । এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করে সমস্ত রাজ্য ক্রীড়া  এবং জাতীয় স্পোর্টস ফেডারেশনের কাছে পাঠিয়ে দেয়  আইওএ

Updated By: Apr 6, 2020, 06:14 PM IST
করোনা মোকাবিলায় কোটি টাকার সাহায্য ভারতীয় অলিম্পিক সংস্থার
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: লাফিয়ে লাফিয়ে বাড়ছে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা । সেই করোনা মোকাবিলায় এবার আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিল ভারতীয় অলিম্পিক সংস্থা ।  এক কোটি ২ লাখ ৫৬ হাজার টাকা প্রধানমন্ত্রীর কেয়ারস ফান্ডে দিল ভারতীয় অলিম্পিক সংস্থা ।

করোনা ভাইরাসের বিরুদ্ধে আমরাও দেশের পাশে থাকতে চাই । এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করে সমস্ত রাজ্য ক্রীড়া  এবং জাতীয় স্পোর্টস ফেডারেশনের কাছে পাঠিয়ে দেয়  আইওএ । সেই আবেদনে সাড়া দেয় দেশের সমস্ত ক্রীড়া সংস্থা। তাদের থেকে সংগৃহীত অর্থ তুলে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করে  ভারতীয় অলিম্পিক সংস্থা।

আরও পড়ুন- করোনা ত্রাণে ৫০ লক্ষ টাকা অনুদান দিলেন যুবরাজ

আইওএ-র এক আধিকারিক জানান," এটা  আমাদের কাছে একটা চ্যালেঞ্জ। অলিম্পিক পরিবার হিসেবে আমরা দেশের পাশে একজোট হয়ে দাঁড়িয়েছি । আমাদের বিশ্বাস আমরা আরও শক্তিশালী হয়ে দেশকে গর্বিত করতে পারব।"

স্বাস্থ্যমন্ত্রকে দেওয়া তথ্য অনুযায়ী আক্রান্তের সংখ্যা চার হাজার ছাড়িয়ে গেছে । মৃতের সংখ্যা ছাড়িয়েছে একশো । এই অবস্থায় দেশের পাশে একজোট হয়ে দাড়ানোর বার্তা দিল ভারতীয় অলিম্পিক সংস্থা।

.