করোনার ধাক্কা; দিল্লিতে বাতিল শুটিং বিশ্বকাপ
প্রাথমিকভাবে ১৫ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত এই বিশ্বকাপ হওয়ার কথা ছিল। কিন্তু টুর্নামেন্ট শুরুর মাত্র চার দিন আগে এই করোনা সংক্রমণের কারণে তা পিছিয়ে দেওয়া হয়।
নিজস্ব প্রতিবেদন: করোনার ধাক্কা। বাতিল দিল্লিতে শুটিং বিশ্বকাপ। মে মাসে দু'ভাগে রাজধানীতে এই বিশ্বকাপে হওয়ার কথা ছিল। কিন্তু ভারতের সাম্প্রতিক অবস্থা পর্যালোচনা করে এই বিশ্বকাপ বাতিল করার সিদ্ধান্ত নিল আন্তর্জাতিক শুটিং ফেডারেশন।
এক বিবৃতিতে তারা জানিয়েছে, খেলোয়াড়, কোচ আর কর্মকর্তাদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি তাদের কাছে অগ্রাধিকার পাচ্ছে। প্রাথমিকভাবে ১৫ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত এই বিশ্বকাপ হওয়ার কথা ছিল। কিন্তু টুর্নামেন্ট শুরুর মাত্র চার দিন আগে এই করোনা সংক্রমণের কারণে তা পিছিয়ে দেওয়া হয়।
The 2020 ISSF World Cups in New Delhi and Baku have been cancelledhttps://t.co/wCVoxpLYeG pic.twitter.com/JWaezNuhjc
— ISSF (@ISSF_Shooting) April 6, 2020
ঠিক হয় মে মাসের ৫ থেকে ১৩ তারিখ রাইফেল আর পিস্তল ইভেন্ট হবে। মে মাসের শেষে ২০-২৯ হবে শটগান ইভেন্ট। কিন্তু মারণ ভাইরাসের ধাক্কায় তা পুরোপুরিই বাতিল করার সিদ্ধান্ত নিতে হল ইন্টারন্যাশনাল শুটিং স্পোর্টস ফেডারেশনকে। পাশাপাশি ISSF রাইফেল/পিস্তল/শটগান বিশ্বকাপ যেটা আজারবাইজানের বাকুতে হওয়ার কথা ছিল ২২ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত, সেটিও বাতিল করার সিদ্ধান্ত নিল আন্তর্জাতিক শুটিং ফেডারেশন।
আরও পড়ুন - সুখবর দিল আইসিসি; পরিস্থিতি স্বাভাবিক হলে নির্ধারিত দিনেই শুরু হবে টি-২০ বিশ্বকাপ!